ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১১১৬

সাকিব-তামিমের সঙ্গে কথা বলতে সিলেটে বিশেষ কমিটি

সিলেট সমাচার

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৪  

বিশ্বকাপের ব্যর্থতা খতিয়ে দেখার কাজ প্রায় শেষ বলে জানিয়েছিলেন বিসিবি পরিচালক এনায়েত হোসেন। বাকি ছিল অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের সাক্ষাৎকার নেওয়া। সেই কাজটুকু আজ হয়ে যাবে বলে আশা করছে এনায়েত হোসেনের নেতৃত্বাধীন বিশ্বকাপ পারফরম্যান্স মূল্যায়নে গঠিত বিসিবির তিন সদস্যের বিশেষ কমিটি। কমিটির অন্য দুই সদস্য হলেন বিসিবির দুই পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান। 

সাকিব আল হাসান ও তামিম ইকবালের সঙ্গে কথা বলতে সোমবার সকালে সিলেটে এসেছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রধান এনায়েত হোসেন।

গত অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন ছিল বাংলাদেশের। ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই এ স্বপ্ন দেখাচ্ছিলেন ক্রিকেটাররা। এ ক্ষেত্রে অগ্রগণ্য ছিলেন সাকিব আল হাসান। অথচ তার নেতৃত্বেই বাজে ফল করে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারাতে না পারলে খেলা হতো না ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্বকাপের ৯ ম্যাচের সাতটিতে হারের কারণ খুঁজে বের করে ভবিষ্যতের দিকনির্দেশনা দিতেই ২৯ নভেম্বর মূল্যায়ন (তদন্ত) কমিটি করে বিসিবি। 

বিশ্বকাপে মাঠের ব্যর্থতা ও মাঠের বাইরের কিছু ঘটনা নিয়ে দলের অনেকের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি। পরে তারা কথা বলার সিদ্ধান্ত নেয়, বিশ্বকাপ দলে না থাকা তামিম ইকবালের সঙ্গেও।

এ বিষয়ে এর আগে এনায়েত হোসেনের কাছে জানতে চাওয়া হলে তার উত্তর ছিল– ‘বলা যাবে না।’ বিশ্বকাপের আগে ঘটনাবহুল ছিল বাংলাদেশের ক্রিকেট। স্কোয়াড চূড়ান্ত করার আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিমকে আফগানিস্তানের বিপক্ষে না খেলার প্রস্তাব দেন। বেছে বেছে বড় ম্যাচগুলো খেলতে বলেন বাঁহাতি এ ওপেনারকে। এ রকম প্রস্তাব পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তামিম। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিসিবি সভাপতিকে অনাকাঙ্ক্ষিত কিছু কথাও বলেন তিনি। পরিস্থিতি বেগতিক দেখে শেষে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেন তামিম। নিজের ফেসবুক পেজে পরিস্থিতি ব্যাখ্যাও করেন। সেই ঘটনাও খতিয়ে দেখতে চায় কমিটি। অন্যদিকে ভারত বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিবের  সঙ্গে তো কথা বলতেই হবে। আর এ জায়গাতেই আটকে যায় বিশ্বকাপের ব্যর্থতা খতিয়ে দেখার কাজ।

এদিকে সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাওয়া, জাতীয় সংসদ নির্বাচন ও চোখের সমস্যা নিয়ে ব্যস্ত ছিলেন। এখন ব্যস্ত বিপিএল নিয়ে। সবকিছু মিলিয়ে কমিটিকে সময় দিতে পারেননি তিনি। তবে ভিডিও কনফারেন্সে কথা বলতে চেয়েছিলেন সাকিব। কমিটি বলেছে, সাক্ষাৎ সশরীরে হওয়াই ভালো। 

অন্যদিকে বিশেষ কমিটি যখন তামিমের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয়। তখন তিনি পারিবারিক সফরে দুবাই যাবেন বলে ঠিক করেন। ওই সময় তামিম বিসিবিকে জানায়, দুবাই থেকে ফিরে কথা বলবেন। ৩ জানুয়ারি দেশে ফিরেন তামিম। এরপর তিনিও ব্যস্ত হয়ে যান বিপিএল কার্যক্রমে। ফলে তারও সাক্ষাৎকার নেওয়া হয়নি কমিটির।

তাই বাকি কাজটুকু সম্পন্ন করতে আজ সকালে ঢাকা থেকে সিলেট এসেছেন বিশেষ কমিটির সদস্যরা। বিপিএলে রংপুর রাইডার্সে সাকিব ও ফরচুন বরিশালে খেলছেন তামিম। আজ এই দুই দলের খেলা নেই। তারা আছেনও এক হোটেলে। এই সুযোগে হোটেলে গিয়ে সাকিব ‍ও তামিমের সঙ্গে কথা বলবে তদন্ত কাজ শেষ করতে চায় বিশেষ কমিটি।

সিলেট সমাচার
সিলেট সমাচার