• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
জুড়ী পাবলিক লাইব্রেরির যাত্রা শুরু দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ স্ত্রীর ওপর অভিমান, শিশু সন্তানকে হত্যায় বাবা আটক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর কোম্পানীগঞ্জে ভারতীয় কাপড়ের বড় চালান জব্দ, আটক ২ খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: প্রধানমন্ত্রী
১৯

স্কোয়াডে না থাকলেও ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেন অশ্বিন

সিলেট সমাচার

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

লম্বা সময় পর ভারতের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রায় দেড় বছর পর ভারতের নীল জার্সিতে দেখা যাবে তাকে। ডানহাতি এই স্পিনার নিজেও হয়ত ধরে নিয়েছিলেন, ঘরের মাঠে বিশ্বকাপটা খেলা হচ্ছেনা তার। কিন্তু শেষ মুহূর্তের পরিস্থিতির পালাবদলে হয়ত বিশ্বকাপে সুযোগ পেয়ে যেতে পারেন তিনি।

কিছুদিন আগেই বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছিলেন ভারতের নির্বাচক অজিত আগারকার। সেখানে ঠাঁই হয়নি অশ্বিনের। তবে স্পিন অলরাউন্ডার আক্সার প্যাটেলের ইনজুরির সুবাদে কপাল খুলে যেতে পারে অভিজ্ঞ এই স্পিনারের।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ডাক পেয়েছেন অশ্বিন। এরপরেই দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, বিশ্বকাপের জন্যও বিবেচনায় আছেন এই অফস্পিনার।

এরইমাঝে দল ঘোষণা করলেও আইসিসির নির্দেশনা অনুযায়ী, কোন কারণ ছাড়াই ২৮ সেপ্টেম্বর স্কোয়াডে বদল আনা যাবে। সেই সুযোগ নিবে প্রায় প্রতিটি দল। ভারতের বেশিরভাগ জায়গা নিয়ে প্রশ্ন না থাকলেও স্পিন বিভাগের বৈচিত্র্য নিয়ে আছে আলোচনা।

সম্প্রতি এশিয়া কাপে নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি আক্সার প্যাটেল। চায়নাম্যান বোলার কুলদীপের সঙ্গে মাঝের ওভারে অফ স্পিনারের অভাব তাই ভালোই টের পেয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে সেই সমস্যাকেও ছাপিয়ে ইনজুরিতে পড়েন তিনি। হাতে ব্যথা পেয়ে ছিটকে যান ফাইনাল থেকে।

আক্সারের বদলি হিসেবে ওয়াশিংটন সুন্দর ছিলেন ফাইনালে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এলেন অশ্বিনও। অধিনায়ক রোহিত জানিয়েছেন, অফ স্পিনার অলরাউন্ডার হিসেবে অশ্বিন বিবেচনায় আছে, তার সঙ্গে আমি ফোনে কথা বলেছি।

অজিদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দুটি আলাদা দল তৈরি করেছে ভারত। প্রথম দুটিতে খেলছেন না রোহিত শর্মা, বিরাট কোহলি, কুলদীপ যাদবের মতন তারকারা। দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। সিরিজের শেষ ম্যাচে আবার ফিরবেন রোহিত, কোহলিরা।

আগামী ২২, ২৪ ও ২৭ মোহালি, ইন্দোর ও রাজকোটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত-অস্ট্রেলিয়া। এরপরই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে গৌহাটি যাবে তারা। আগামী ৮ অক্টোবর চেন্নাইতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

সিলেট সমাচার
সিলেট সমাচার