• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
পুলিশের প্রচেষ্টায় মা-বাবার কাছে ফিরলেন সুমি দক্ষিণ আফ্রিকায় গুলিতে বিশ্বনাথের কিশোর নিহত সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুর হাইকোর্টে জামিন জকিগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ লাখ টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার, পিতাসহ গ্রেফতার ৪
২৫

বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন দাস

সিলেট সমাচার

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

ফর্মহীনতা কাটিয়ে গত বছর থেকে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন টাইগার ওপেনার লিটন দাস। মূলত তারই প্রেক্ষিতে ২০২২ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন তিনি। ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) তাকে এ পুরস্কার দেয়।

রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন লিটন। বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় ফুটবলার সাবিনা খাতুন ও আর্চার নাসরিন আক্তারকে পেছনে ফেলেছেন তিনি।

এছাড়াও পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২২-এর সংক্ষিপ্ত তালিকাতেও সাবিনা খাতুন ও স্প্রিন্টার ইমরানুর রহমানের সঙ্গে ছিলেন লিটন। এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৯ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি থাকবে অর্থ পুরস্কারও। 

মনোনীতদের ট্রফি, সার্টিফিকেটের পাশাপাশি প্রথমবারের মতো অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান। এ নিয়ে অষ্টমবারের মতো দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে। 

প্রসঙ্গত, ১৯৬৪ সাল থেকে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার প্রদান করে আসছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। তারই ধারাবাহিকতায় ২০২২ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের নাম ঘোষণা করেছে এই সংগঠনটি।

সিলেট সমাচার
সিলেট সমাচার