• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
পুলিশের প্রচেষ্টায় মা-বাবার কাছে ফিরলেন সুমি দক্ষিণ আফ্রিকায় গুলিতে বিশ্বনাথের কিশোর নিহত সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুর হাইকোর্টে জামিন জকিগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ লাখ টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার, পিতাসহ গ্রেফতার ৪
২৮

‘নো ইউটার্ন’ বললেন রাইডু

সিলেট সমাচার

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

বৃষ্টির কারণে আইপিএলের ফাইনাল বন্ধ রয়েছে। আহমেদাবাদে সবকিছু প্রস্তুত রাখা হলেও মেঘের কান্নায় যেন সব থমকে আছে। এতে স্টেডিয়ামের অসংখ্য দর্শকদের মন ভারি হয়ে উঠেছে। এরই মধ্যে ভক্তদের আরেক মন খারাপের খবর দিলেন চেন্নাইয়ের ব্যাটার আম্বাতি রাইডু। 

রোববার গুজরাট টাইটান্স বিপক্ষে ফাইনাল ম্যাচটিই শেষ বলে নিজেই জানিয়েছেন রাইডু। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘নো ইউটার্ন’।

রাইডুর হুটহাট অবসর ঘোষণা আর ফিরে আসা অবশ্য নতুন কিছু নয়। এর আগে ২০২২ আইপিএল চলার সময় এক টুইট করে বলেছিলেন, সেই আসরটিই শেষ। পরে আবার সেই টুইট ডিলিট করে দেন রাইডু।

তার আগে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে সুযোগ না পেয়ে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন রাইডু। পরে আবার সিদ্ধান্ত বদলে ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ফেরেন। তবে এবার আর সিদ্ধান্ত বদলাবে না, নিজেই এমন কথা বলেছেন এ ভারতীয় ব্যাটার।

রাইডু তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘দু'টি বড় দল এমআই (মুম্বাই) এবং সিএসকে (চেন্নাই), ২০৪টি ম্যাচ, ১৪ সিজন, ১১টি প্লে অফের ম্যাচ, ৮টি ফাইনাল, ৫টি ট্রফি। আশা করি আজ রাতেই হবে ষষ্ঠতম। এটা দারুণ এক যাত্রা। আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আজকের (রবিবার) রাতের ফাইনাল ম্যাচই হবে আইপিএলে আমার শেষ খেলা। আমি সত্যিই এই অসাধারণ টুর্নামেন্টে খেলাটা উপভোগ করেছি। সবাইকে ধন্যবাদ। নো ইউ টার্ন।’

২০১৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসে খেলছেন রাইডু। ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তবে এবার তার মৌসুমটি ভালো কাটেনি। ১১ ইনিংসে করেছেন ১৩৯ রান। বেশিরভাগ ম্যাচেই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হয়েছে।

এর আগে ২০১০ থেকে ২০১৭ পর্যন্ত ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। দুই দলের হয়ে পাঁচটি শিরোপা জিতেছেন রাইডু। আইপিএলে সবচেয়ে সফল ক্রিকেটারদের মধ্যে তিনি আছেন দ্বিতীয় নম্বরে। কেবল রোহিত শর্মা ক্রিকেটার হিসেবে তার চেয়ে বেশি (ছয়বার) আইপিএল ট্রফি জিতেছেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার