• শুক্রবার ০৯ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৫ ১৪৩০

  • || ১৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আগামী ১০-১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে জাদু দেখিয়ে বিশ্বজয়, জাদুর কারণেই মর্মান্তিক মৃত্যু! সিলেটে এবার ভোট দিবেন হিজড়াও ফুলশয্যার রাতেই রহস্যজনক মৃত্যু, মিলল ঝুলন্ত লাশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ কোথায় গিয়ে বিয়ে করবেন, জানালেন এই সুপার হিরো স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় মাধবপুরে এক বখাটে আটক
২৩

বাংলাদেশের হয়ে অভিষিক্ত কে এই রিশাদ হোসেন?

সিলেট সমাচার

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩  

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে এক জোড়া পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। অভিষেক হয়েছে নতুন বোলার রিশাদ হোসেনের।  কিন্তু হঠাৎ করে কোথায় থেকে আসলো এই রিশাদ? এমন প্রশ্ন হতে পারে পাঠকের মনে।  

তাছাড়া টি-২০ সংস্করণে বাংলাদেশের ৮০তম ক্রিকেটার ২০ বছর বয়সী এই লেগ স্পিনার। জাতীয় দলের আশেপাশে অনেকদিন ধরেই ছিলেন রিশাদ হোসেন। কিন্তু বাংলাদেশ দলে তো দূরে থাক, ঘরোয়া ক্রিকেটেও খেলার সুযোগ পান না তিনি। 

কোথাও না খেলা এই লেগ স্পিনারকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০সিরিজে। যা রিশাদের নতুন শুরু বলে মনে করছেন টাইগার কোচ। পাশাপাশি জাতীয় দলের আক্রমণাত্মক স্পিন বিভাগও গড়ার প্রাথমিক ধাপ রিশাদ।

রিশাদ সবশেষ খেলেছেন গত ১৫ মার্চ। আয়ারল্যান্ডের বিপক্ষে একদিনের ওয়ার্ম আপ ম্যাচে বিসিবি একাদশের হয়ে। ৫০ রান খরচায় নেন ২ উইকেট। যদিও তার সামগ্রিকভাবে তার পারফরম্যান্স আহামরি কিছু নয়। যদিও নিয়মিত সুযোগ না পাওয়াটা হতে পারে কারণ।

১৩ টি প্রথম শ্রেণির ম্যাচে ২২ ইনিংস হাত ঘুরিয়ে উইকেট নিয়েছেন মাত্র ১৯ টি। একমাত্র লিস্ট ‘এ’ ম্যাচে পাননি কোনো উইকেট। ১৪ টি-২০ সাকূল্যে উইকেট ৬ টি। 

স্বীকৃত ক্রিকেটে সবশেষ খেলেন গত বছর নভেম্বরে। এমন পরিসংখ্যানের একজনকে কোন বিবেচনায় দলে নেওয়া? এ প্রশ্নের উত্তর দিয়েছেন কোচ হাথুরুসিংহে। তিনি বলেন,  ‘রিশাদকে নেওয়ার পেছনে মূল ভাবনা হলো, এখানে যা-ই হোক না কেন, ও ভালো করুক বা না করুক, ভবিষ্যতের জন্য আমরা কিছু আক্রমণাত্মক স্পিনার খোঁজার চেষ্টা করছি।’

সিলেট সমাচার
সিলেট সমাচার