• শুক্রবার ০৯ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৫ ১৪৩০

  • || ১৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আগামী ১০-১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে জাদু দেখিয়ে বিশ্বজয়, জাদুর কারণেই মর্মান্তিক মৃত্যু! সিলেটে এবার ভোট দিবেন হিজড়াও ফুলশয্যার রাতেই রহস্যজনক মৃত্যু, মিলল ঝুলন্ত লাশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ কোথায় গিয়ে বিয়ে করবেন, জানালেন এই সুপার হিরো স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় মাধবপুরে এক বখাটে আটক
২৩

দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে টাইগাররা

সিলেট সমাচার

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩  

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টিম টাইগার্স।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

আইরিশদের হোয়াইট ওয়াশের ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। এ ম্যাচে মেহেদী হাসান মিরাজকে বিশ্রাম দিয়ে অভিষেক হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসনের। এছাড়া কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে সুযোগ পেয়েছেন পেসার শরিফুল ইসলাম।

অন্যদিকে এক পরিবর্তন নিয়ে শেষ টি-২০তে মাঠে নেমেছে আইরিশরা। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে গ্রাহাম হিউমকে বিশ্রাম দিয়ে আইরিশ শিবিরে সুযোগ পেয়েছেন ম্যাথু হামফ্রেস।

বাংলাদেশ দল: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ড দল: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক আদাইর, রস আদাইর, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেস, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ফিওন হ্যান্ড।

সিলেট সমাচার
সিলেট সমাচার