• বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৫ ১৪৩০

  • || ১৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আগামী ১০-১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে জাদু দেখিয়ে বিশ্বজয়, জাদুর কারণেই মর্মান্তিক মৃত্যু! সিলেটে এবার ভোট দিবেন হিজড়াও ফুলশয্যার রাতেই রহস্যজনক মৃত্যু, মিলল ঝুলন্ত লাশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ কোথায় গিয়ে বিয়ে করবেন, জানালেন এই সুপার হিরো স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় মাধবপুরে এক বখাটে আটক
২৯

এবার সিলেটের এবাদত ও তাসকিনের জোড়া আঘাত

সিলেট সমাচার

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

হাসানের পর আয়ার‌ল্যান্ডের দুর্গে জোড়া আঘাত আনলেন সিলেটের এবাদত হোসেন। দলীয় উনিশতম ওভারে লোরকান টাকারকে ২৮ এবং এর পরের বলে জর্জ ডকরেলকে শূন্য রানে ফেরান তিনি। এর পরের ওভারে আবারও জোড়া আঘাত আনেন তাসকিন। অ্যান্ড্রু ম্যাকব্রাইন এবং মার্ক অ্যাডাইর সাজঘরে ফেরান তিনি।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তারা বেশ সতর্কতার সঙ্গেই মোকাবিলা করছিলেন। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারে এসেই প্রথম আঘাত আনেন টাইগার পেসার হাসান মাহমুদ। মাত্র ৮ রানে তিনি ওপেনার স্টিফেন ডোহেনিকে ফিরিয়েছেন।

এরপর সেখান থেকে ভালোভাবেই কামব্যাক করেন হাসান। দলীয় অস্টম ওভারে জোড়া জোড়া আঘাত হাসানের। পল স্টার্লিং ৭ রানে এবং হ্যারি টেক্টরকে শূন্য রানে ফেরার তিনি। এর পরের ওভারেই তাসকিনের আঘাত। অ্যান্ড্রু বালবার্নিকে ৬ সাজঘরে ফেরান তিনি। 

সিলেট সমাচার
সিলেট সমাচার