ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৫৩

ধোনিকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করলেন হরভজন

সিলেট সমাচার

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২২  

২০১৬ সালের পর আর জাতীয় দলে ঠাঁই হয়নি হরভজন সিংয়ের। পাঁচ বছর চেষ্টা করেও ধোনি ও কোহলির দলে সুযোগ পাননি তিনি। 

অবশেষে একবুক কষ্ট নিয়ে অবসরের ঘোষণা দেন এই ভারতীয় অফস্পিনার। 

গত ২৪ ডিসেম্বর অবসরের ঘোষণা দিলেও এ নিয়ে বিতর্কিত কোনো মন্তব্য করেননি ভাজ্জি। 

এবার হৃদয়ের গহিনে পুষে রাখা কষ্ট মুখ ফসকে বেরিয়েই গেল। তার দল থেকে বাদ পড়ার কারণ হিসেবে দুষলেন সেই সময়ের বিসিসিআই কর্মকর্তাসহ অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে।

৪১ বছর বয়সি এই সাবেক তারকা জি নিউজকে দেওয়া শুক্রবারের সাক্ষাৎকারে ক্ষোভ ঝাড়লেন। 

একাদশে ঠাঁই না পাওয়ার বিষয়ে অবশ্য সেই সময়ের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে কিছুটা হলেও দোষ দিলেন হরভজন। 

বললেন, ‘ধোনিই ছিল আমার অধিনায়ক। যদিও আমি মনে করি বিষয়টি অধিনায়কের নিয়ন্ত্রণের বাইরে ছিল। বিসিসিআইয়ের কিছু কর্মকর্তা এর নেপথ্যে ছিল। আমাকে তারা প্রয়োজন মনে করেনি। অধিনায়কও বিষয়টিকে হয়তো সমর্থন করেছে। তবে অধিনায়কের ক্ষমতা বিসিসিআইয়ের বেশি হতে পারে না। বিসিসিআই কর্মকর্তারা সব সময়ই অধিনায়ক, কোচের চেয়ে বড়। আমি শুরুর দিকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম যে, কারণটা কী? তবে আমাকে কোনো কারণ জানানো হয়নি। আমি বুঝতে পারি— আমার সঙ্গে এমন ব্যবহারের কারণ কী এবং এর পেছনে কে রয়েছে, তা জানতে চাওয়া বৃথা। ’

ক্যারিয়ারকে আরও বড় করতে পারতেন জানিয়ে আক্ষেপ ঝরল ভাজ্জির কণ্ঠে।

বললেন, ‘ভাগ্য সবসময়ই আমার পাশে ছিল। স্রেফ কিছু বাইরের বিষয় আমার পাশে ছিল না। তারা পুরোপুরিই আমার বিরুদ্ধে ছিল। হতে পারে আমি যেভাবে বোলিং করছিলাম এবং যে হারে সামনে এগিয়ে যাচ্ছিলাম সেই কারণে। ৩১ বছর বয়সে আমি ৪০০ (টেস্ট) উইকেট নিয়েছিলাম। যদি আরও ৪-৫ বছর খেলতে পারতাম, নিজের মানের কথা বিবেচনা করে আমি বলতে পারি আরও ১০০-১৫০ উইকেট নিতে পারতাম। ৪০০ উইকেট নেওয়া একজন বোলারকে কীভাবে বাতিলের খাতায় ফেলা যায়, সেটি আজও আমার কাছে রহস্য। যে রহস্য আজও উন্মোচিত হয়নি। আসলে কী এমন ঘটেছিল, তা ভেবে আমি আজও অবাক হই। আমি দলে থাকলে কার এমন অসুবিধা হতো? সেটি আজও আমার কাছে ধাঁধা।’

মাঠ ও মাঠের বাইরের নিজের জীবন সবার সামনে তুলে ধরতে চান হরভজন। সেই লক্ষ্যে তার জীবন নিয়ে বলিউড বায়োপিক বানাক এটি চান তিনি।

বললেন, ‘আমার জীবনের ওপর একটি চলচ্চিত্র বা একটি ওয়েব সিরিজ তৈরি হলে ভালোই হবে, তাতে মানুষ আমার বলা গল্পটা জানতে পারবে— আমি কেমন মানুষ ছিলাম এবং কী করেছি। আমার বায়োপিকে কে ভিলেন হতে পারে বলতে পারছি না। হয়তো একজন হবে না, অনেকজন হতে পারে।’

প্রসঙ্গত ১৯৯৮ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হয় হরভজন সিংয়ের। পরের মাসেই শারজায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ক্রিকেটে অভিষেক ঘটে তার। 

২০০৩ বিশ্বকাপের দলে ছিলেন তিনি। ১০৩ টেস্টে ৪১৭ উইকেট শিকার করেছেন হরভজন। ২৩৬ ওডিআই খেলে ২৬৯ উইকেট জমা করেছেন ঝুলিতে।

সিলেট সমাচার
সিলেট সমাচার