ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৬৭

রাশিয়ায় ফেসবুক নিষিদ্ধ

সিলেট সমাচার

প্রকাশিত: ৫ মার্চ ২০২২  

চলমান ইউক্রেন সংকটে এবার রাশিয়া তাদের নাগরিকদের জন্য মেটা ইনকরপোরেটেডের প্ল্যাটফর্ম ফেসবুকের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
 
শুক্রবার (৪ মার্চ) দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক জানিয়েছে, রাশিয়ান মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিষিদ্ধ করা হয়েছে।
 
রাশিয়ার রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা জানিয়েছে, ২০২০ সালের অক্টোবর থেকে ফেসবুকের মাধ্যমে রাশিয়ার মিডিয়ার বিরুদ্ধে ২৬টি বৈষম্যের ঘটনা ঘটেছে। যার মধ্যে সম্প্রতি দেশটির রাষ্ট্র-সমর্থিত চ্যানেল আরটি ও আরআইএ নিউজ এজেন্সির নিষেধাজ্ঞাও রয়েছে।
 
এর আগে গত সপ্তাহে রাশিয়া তাদের নাগরিকদের ফেসবুক ব্যবহার সীমিত করেছিল। রাশিয়ান মিডিয়াকে ‘সেন্সর’ করার অভিযোগ এনে গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মস্কো জানায়, আংশিকভাবে মেটার ইনকরপোরেটেডের প্ল্যাটফর্ম ফেসবুকের ব্যবহার সীমিত করা হয়েছে।

এদিকে ইউক্রেনে সামরিক অভিযানের জেরে একের পর এক নিষেধাজ্ঞার মুখে পড়ছে রাশিয়া। তাই এবার রাশিয়ায় নতুন পণ্য বিক্রি ও সেবা কার্যক্রম স্থগিত করেছে প্রযুক্তি জায়ান্ট কোম্পানি মাইক্রোসফট।

শুক্রবার (৪ মার্চ) একটি ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি এ ঘোষণা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
 
মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এক অনলাইন পোস্টে লিখেছেন, ‘সরকারি (যুক্তরাষ্ট্রের) নিষেধাজ্ঞার সিদ্ধান্ত মোতাবেক রাশিয়ায় আমাদের ব্যবসায়িক অনেক কিছুই বন্ধ করা হচ্ছে। মাইক্রোসফট নতুন করে আর কোনো পণ্য রাশিয়ায় বিক্রি করবে না।’
 
তবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনকে সাইবার নিরাপত্তাজনিত সহযোগিতা চালু রাখবে মাইক্রোসফট। কয়েকদিন আগে এমন একটি ঘটনায়, ইউক্রেনের একটি টেলিভিশনকে বড় ধরনের সাইবার হামলা থেকে রক্ষায় সহযোগিতা করেছে বলেও জানায় মাইক্রোসফট।
 
এ ছাড়া ইউক্রেনের সরকারি, তথ্যপ্রযুক্তি এবং আর্থিক খাতের ২০টিরও বেশি প্রতিষ্ঠানকে সাইবার নিরাপত্তাজনিত সহযোগিতা করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এমনটি জানিয়েছেন।
 
এর আগে রাশিয়াকে ‘শায়েস্তা করতে’ নিজেদের পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ ঘোষণা করে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। পণ্য বিক্রি বন্ধের পাশাপাশি তাদের আর্থিক লেনদেন সেবা অ্যাপল পে-র লেনদেনও বন্ধের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
 
পণ্য বিক্রি বন্ধের পাশাপাশি রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আরটিসহ সংবাদ সংস্থা স্পুটনিকের অ্যাপ নিজেদের স্টোর থেকে মুছে ফেলেছে অ্যাপল। শুধু অ্যাপল নয়; ফেসবুক, টুইটার, ইউটিউবসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিবাদ হিসেবে নিজেদের সাইট থেকেও আরটিসহ বিভিন্ন চ্যানেল ও ওয়েবসাইটের তথ্য প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। চ্যানেল ওয়েবসাইটগুলোকে বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। গুগল নিউজও রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন ও পত্রিকার সংবাদ প্রচার করবে না বলে জানিয়েছে।
 
এ ছাড়াও রাশিয়ায় লাইভ ট্রাফিক সেবা বন্ধ করেছে অ্যাপল। এতে শহরের বিভিন্ন স্থানে জনসমাগমের তথ্যও জানাবে না অ্যাপলের ম্যাপ সেবাটি। ইউক্রেনে হামলার প্রতিক্রিয়া জানাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

সিলেট সমাচার
সিলেট সমাচার