ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৭৯

করোনা সচেতনতায় ধর্ম মন্ত্রণালয়ের ১২ নির্দেশনা

সিলেট সমাচার

প্রকাশিত: ৯ জুন ২০২০  

হামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মসজিদ-মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের মাইকে ১২টি নির্দেশনা প্রচারের আহবান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

দেশের সকল মসজিদ থেকে প্রতিদিন ও জুমার খুতবার সময় মসজিদের মাইকে ১২টি নির্দেশনা প্রচার করতে হবে বলে জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সোমবার (৮জুন) এক জরুরি বিজ্ঞপ্তিতে স্থানীয় প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদ ও উপাসনালয়ের পরিচালনা কমিটিকে এই ১২ নির্দেশনা দিয়েছে।

নির্দেশনার প্রথমেই বলা হয়েছে- আতঙ্কিত না হয়ে মহান আল্লাহর উপর ভরসা রাখুন এবং করোনা মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করুন। অনুরুপভাবে অন্যান্য ধর্মের অনুসারীগণও মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করুন।

অনুরূপভাবে ধর্মীয় অন্যান্য উপাসনালয় থেকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে করণীয় সম্পর্কে প্রচার করা জন্য নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ঘোষণাগুলো-

১. আতঙ্কিত না হয়ে মহান আল্লাহর ওপর ভরসা রাখুন এবং করোনা মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করুন। অনুরূপভাবে অন্যান্য ধর্মের অনুসারীরাও মহামারি থেকে রক্ষা পাওয়ার জনা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন।
২. কিছুক্ষণ পর পর সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড যাবৎ দুই হাত ভালোভাবে পরিষ্কার করুন।
৩. ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং চলাফেরা ও সব কাজে শারীরিক দূরত্ব বজায় রাখুন।
৪. অপরিষ্কার হতে নাক, মুখ ও চোখ স্পর্শ করবেন না এবং যেখানে-সেখানে কফ, থুতু ও ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন।
৫. হাঁচি-কাশির সময় টিস্যু অথবা কাপড় ব্যবহার করুন বা বাহুর ভাজে নাক-মুখ ঢেকে রাখুন।
৬. একান্ত জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যেতে হলে শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন।
৭. নিয়মিতভাবে পুষ্টিসমৃদ্ধ খাবার খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান।
৮. করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হোন। কোনো প্রকার লুকোচুরি করবেন না। করোনা আক্রান্ত অধিকাংশ রোগী চিকিৎসার পর সুস্থ হয়ে যান।
৯. করোনা আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের প্রতি প্রতি মানবিক আচারণ করুন।
১০. নিয়মিত শরীর চর্চা অথবা শারীরিক পরিশ্রম করুন।
১১. গুজব রটাবেন না, গুজবে কান দেবেন না এবং গুজবে বিচলিত হবেন না ।
১২. করোনানা মহামারি সংক্রমণরোধে সরকারের নির্দেশিত বিধি-নিষেধ এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অবশ্যই অনুসরণ করুন।

এছাড়াও স্থানীয় প্রশাসনকে এ জরুরি বিজ্ঞপ্তিটি ব্যাপকভাবে প্রচারের জন্য নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণারয়।

সিলেট সমাচার
সিলেট সমাচার