ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১০৭

জগন্নাথপুরে বিদ্যায় ভবনের কাজ শেষ হয়নি ৩৬ মাসেও 

সিলেট সমাচার

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩  

১৮ মাসের স্কুল ভবনের কাজ ৩৬ মাসেও শেষ হয়নি। এখন ঠিকাদার কাজ বন্ধ করে এলাকা ছেড়ে এসেছে। এই অবস্থায় মহাবিপাকে পড়েছে স্কুল কতৃর্পক্ষ। অবকাঠামো সংকটে পড়েছেন তারা। নতুন বছরে কোথায় পাঠদান হবে, এসএসসি পরীক্ষা কোথায় নেওয়া হবে এই নিয়ে চিন্তিত শিক্ষকরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বার বার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আবেদন করেও কোন লাভ হচ্ছে না। 


জগন্নাথপুর উপজেলার আটপাড়া উচ্চ বিদ্যালয় কতৃর্পক্ষ এমন বেকায়দায় পড়েছেন।


বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অভিভাবক জানান, জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের পুরোনো মাধ্যমিক স্কুল আটপাড়া উচ্চ বিদ্যালয়ে ছাত্রসংখ্যা সাতশ’র বেশি। এই বিদ্যালয় এই এলাকার এসএসসি ও এইচএসসি পরীক্ষা কেন্দ্র। শিক্ষার্থী অনুপাতে এই প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষ কম থাকায় দীর্ঘদিন ধরেই স্কুল কতৃর্পক্ষ সমস্যায় ভুগছিলেন। স্থানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের চেষ্টায় বিদ্যালয় ক্যাম্পাসে ১২ কক্ষের চারতলা ভবনের কাজের কার্যাদেশ দেওয়া হয় ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে।


সুনামগঞ্জ শহরের বিহারি পয়েন্টের ঠিকাদারী প্রতিষ্ঠান মোস্তফা এন্টারপ্রাইজ ওই বছরের জুন মাসে কাজও শুরু করে। কাজের মেয়াদ ১৮ মাস হলেও ৩৬ মাসেও কাজটি শেষ করতে পারেনি ঠিকাদার।


ভবনের ৭০ থেকে ৮০ ভাগ কাজ করে আড়াই কোটি টাকা বিল উত্তোলন করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। এরপর আর দেখা মিলছে না ঠিকাদারের। এদিকে, স্কুল ভবনের কাজ হতে থাকায় বিদ্যালয় কতৃর্পক্ষ পুরাতন ব্যবহার অনুপযোগী অন্য কক্ষগুলো সংস্কার করান নি। এই অবস্থায় নতুন শিক্ষা বর্ষের শুরুতেই শিক্ষার্থীদের পাঠদান কীভাবে চলবে। আগামী এসএসসি ও এইচএসসি পরীক্ষা কীভাবে নেওয়া হবে এই দুশ্চিন্তায় পড়েছেন তারা।


বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ফয়জুল হক বললেন, স্থানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের বদান্যতায় আমরা বিদ্যালয় ভবনের বরাদ্দ পেলেও, ভবনটির কাজ শেষ হবে কী—না এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। ঠিকাদারের লোকজন এখন আর সাইডেও আসছে না, ফোনও ধরছে না। ঠিকাদারের কিছু মালামাল যেখানে সেখানে পড়ে নষ্ট হচ্ছে। বিদ্যালয়ে পরিবেশ নষ্ট হচ্ছে।


শিক্ষক কবির হোসেন বললেন, প্রায় দুই বছর হয় কাজ বন্ধ থাকায় স্কুলে যেসব কাজ হয়েছিল, সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। শ্যাওলা লেগেছে দেওয়ালে। মালামাল নষ্ট হচ্ছে, এই অবস্থায় নতুন বছরে পাঠদান কীভাবে চলবে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের কোথায় বসিয়ে পরীক্ষা নেওয়া হবে। এই চিন্তা করছি আমরা।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম আজমল কয়েক দফায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর নিকট ভবন নির্মাণের অবস্থা জানিয়ে এবং শ্রেণিকক্ষের সমস্যার কথা জানিয়ে আবেদন করেছেন। কিন্তু কোন ফল হয় নি। তিনি বললেন, নিরূপায় হয়ে গেছি আমরা।


বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম বললেন, বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ নানা কতৃর্পক্ষের কাছে ধরণা দিয়েছি আমরা। কিন্তু কোন ফল হয় নি। এখন ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে ফোন দিলেও তারা গুরুত্ব দিচ্ছেন না।


শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জগন্নাথপুরের দায়িত্বপ্রাপ্ত সহকালী প্রকৌশলী শুভ্র দেব নাথ বললেন, ওই ভবনের ৮০—৮৫ ভাগ কাজ শেষ। ঠিকাদার নানা অজুহাত দেখিয়ে কাজ বন্ধ করে রেখেছে। আমরা তাকে চাপ দিয়েছি। তিনি সাত জানুয়ারি’র জাতীয় নির্বাচনের পর কাজ করে দেবার আশ্বাস দিয়েছেন। এই কাজের প্রায় আড়াই কোটি টাকা বিল উত্তোলন হয়েছে। এই বিলের জামানত বাবদ ২৫ লাখ টাকা আমাদের কাছে রয়েছে। ঠিকাদার সাত জানুয়ারি’র পরে কাজ না করলে, আমরা তার কাজ বাতিল করে নতুন করে দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ করাবো। ঠিকাদারের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে। ঠিকাদারী প্রতিষ্ঠান মোস্তাফা এন্টার প্রাইজের মোস্তফা মিয়ার ফোন বন্ধ থাকায় এই বিষয়ে তার বক্তব্য নেওয়া যায় নি।

সিলেট সমাচার
সিলেট সমাচার