• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
জুড়ী পাবলিক লাইব্রেরির যাত্রা শুরু দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ স্ত্রীর ওপর অভিমান, শিশু সন্তানকে হত্যায় বাবা আটক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর কোম্পানীগঞ্জে ভারতীয় কাপড়ের বড় চালান জব্দ, আটক ২ খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: প্রধানমন্ত্রী
২৮

ঘোষণা ছাড়াই বেড়েছে বোতলজাত পানির দাম

সিলেট সমাচার

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩  

হঠাৎ করে বাজারে বোতলজাত পানির দাম বেড়েছে কোনো পূর্বঘোষণা ছাড়াই। বেশ কয়েকটি কোম্পানি প্রতি বোতল পানির দাম বাড়িয়েছে। আধা লিটার পানির বোতল এখন বিক্রি হচ্ছে ২০ টাকায়। হঠাৎ কেন পানির দাম এত বাড়ানো হয়েছে এর কোনো সদুত্তর মিলছে না।

আজ মঙ্গলবার দেশে বোতলজাত পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এসব কথা বলেছে। একই সঙ্গে এর প্রতিকারের জন্য চার দফা দাবি জানিয়েছে ভোক্তা অধিকার রক্ষায় কাজ করা এ সংগঠনটি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন অনুষ্ঠান সঞ্চালন করেন ক্যাবের কো-অর্ডিনেটর (রিসার্চ) শুভ কিবরিয়া। উপস্থিত ছিলেন ক্যাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া, কোষাধ্যক্ষ ড. মো. মঞ্জুর-ই- খোদা তরফদার, বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, ক্যাব রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন, ক্যাবের পোগ্রাম কো-অর্ডিনেটর একরাম উল্লাহ আহমেদ প্রমুখ।

মানববন্ধনে লিখিত বক্তব্যে বলা হয়, বাজারে যে সব বোতলজাত পানি বিক্রি হচ্ছে সেগুলোর মধ্যে পরিচিত ব্র্যান্ডের ৫০০ মি.লি. পানির সর্বোচ্চ খুচরা মূল্য এখন ২০ টাকা। কয়কেদিন আগে এসব ব্র্যান্ডের ৫০০ মি. লি. পানির সর্বোচ্চ খুচরা মূল্য ছিল ১৫ টাকা। এ ছাড়া প্রতি ৫০০ মি. লি. বোতলজাত খাবার পানির পাইকারি মূল্য ১১-১২ টাকা। অর্থাৎ ৫০০ মি. লি. পরিমাণের প্রতি বোতল পানি খুচরা পর্যায় ৮/৯ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে, যা স্বাভাবিকের তুলনায় বেশি।

সিলেট সমাচার
সিলেট সমাচার