সন্ধ্যা হলেই জমির ফসল নষ্ট করছে বুনো শুয়োরের দল
সিলেট সমাচার
প্রকাশিত: ২৩ মে ২০২৩

সন্ধ্যা হলেই সীমান্ত পেরিয়ে দলবেঁধে আসে ভারতীয় বুনো শুয়োরের দল। রাতভর নষ্ট করছে সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের তারাপুর ও ঠুঁঠাপাড়া গ্রামের মাঠে থাকা ধান, গম, ভুট্টা, পাটসহ বিভিন্ন ফসল।
সূর্যের আলো ফোটার আগেই সীমান্ত পেরিয়ে আবারও নিরাপদ স্থানে ফিরে যায় বুনো শুয়োরের দল। ফসল বাঁচাতে রাত জেগে পাহারা দিলেও মিলছে না ফলাফল। উলটো রাতে পাহারা দিতে গিয়ে বুনো শুয়োরের হামলার শিকার হচ্ছেন কৃষকরা।
বর্তমানে বুনো শুয়োরের আতঙ্কে দিন পার করছেন মনকষা ইউনিয়নের ঠুঁঠাপাড়া গ্রামের মাঠে থাকা প্রায় তিন হাজার বিঘা জমি চাষাবাদের সঙ্গে যুক্ত কৃষক ও শ্রমিকরা। উপায় না পেয়ে অনেকেই কাঁচা ধান কাটছেন। এমনকি কাটা ধান না শুকানোর আগেই তড়িঘড়ি করে ঘরে তুলছেন তারা। কৃষকদের দাবি, বুনো শুয়োরের অত্যাচারে ফলন কমেছে ব্যাপক হারে। এতে লোকসানের ঝুঁকি বেড়েছে অনেক।
কৃষক, শ্রমিক ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গত তিন বছর ধরে বুনো শুয়োরের অবাধ চলাচল থাকলেও চলতি বছরে এই পশুর আক্রমণ বেড়েছে ব্যাপক হারে। দৈনিক ২০-৩০টি শুয়োরের একেকটি দল সারারাতে ফসলের মাঠে চরে বেড়ায়। এতে ধান, গম, ভুট্টা ঝরে পড়ছে। সীমান্ত এলাকা হওয়ায় রাতে পাহারা দিতে গিয়ে বিজিবি-বিএসএফের মাধ্যমে হয়রানির অভিযোগ স্থানীয় কৃষকদের।
ঠুঁঠাপাড়া গ্রামের কৃষক মতিউর রহমান বলেন, দিনে কখনও বুনো শুয়োর দেখতে পাওয়া যায় না। সন্ধ্যা হলেই ২০-৩০টি বুনো শুয়োর দলবেঁধে সীমান্ত পেরিয়ে ফসলের মাঠে আসে। সারারাত থেকে আবারও ফজরের সময় সীমান্ত পেরিয়ে ভারতে চলে যায়। বাধ্য হয়েই আমার দুই বিঘা জমিতে থাকা কাঁচা ধান কেটেছি। কারণ একবার যে জমির উপর দিয়ে শুয়োরের দল যায়, তা নষ্ট হয়ে যায়। সমস্ত ফলন ঝরে পড়ে। ধান কাটার পর শুকানোর জন্যও জমিতে রাখা যায় না। কেননা কাটা ধানের উপর দিয়ে গেলে ফসল আরও বেশি নষ্ট হয়।
কৃষক আব্দুর রাকিব বলেন, এখনও মাঠজুড়ে ধানের আবাদ রয়েছে। ধানগুলো জমিতেই মাড়াই করে দিচ্ছে বুনো শুয়োরের দল। একেকটা বুনো শুয়োরের ওজন ৮০-১০০ কেজি। যে ফসলের উপর দিয়ে ছোটাছুটি করে, সেখানকার সব শেষ করে দেয়। ধান ছাড়াও গম ও ভুট্টার ব্যাপক ক্ষতি করেছে। এই দুটি ফসল তাদের পছন্দের খাবার। কিন্তু ধান কখনও খায় না। তবে বিশালদেহী শুয়োর ছোটাছুটি করার ফলে ধানের ফলন ঝরে যায়।
এক সপ্তাহ ধরে সারারাত জেগে ধান পাহারা দিয়েছেন রবিউল ইসলাম। এর আগে তিন বিঘা ভুট্টার জমিতেও কিছুদিন পাহারা দিয়েছেন। অভিজ্ঞতা জানাতে গিয়ে ঢাকা পোস্টকে তিনি বলেন, ২০-৩০টি বুনো শুয়োরের দল একসঙ্গে বেড়াই। বুনো শুয়োরের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে লাইট দিয়ে দেখার পর নিজেরই ভয় লাগে। যেকোনো সময় আক্রমণ করতে পারে। এক রাতে আমার আট কাঠা ভুট্টার জমি নষ্ট করেছে।
শ্রমিক তাইজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ফসল নষ্ট হতে থাকায় আমরা গ্রামের প্রায় হাজারখানেক লোক এক রাতে মাঠে এসেছিলাম। সাঁওতাল সম্প্রদায়ের লোকজনকেও ডেকেছিলাম, যারা বুনো শুয়োরের মাংস খায়। সেদিন রাতে কারেন্ট দিয়ে দুটি বুনো শুয়োর মারা হয়। এরপরও তাদের আক্রমণের পরিমাণ একটুও কমেনি।
স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, রাতের অন্ধকারে পাহারা দেওয়াটাও নিরাপদ নয়। কারণ কয়েক গজ দূরত্বে জিরো লাইন। ওপারে বিএসএফ, এপারে বিজিবি। রাতের অন্ধকারে পাহারা দিতে এলেও নানা রকম হয়রানি ও ভোগান্তিতে পড়তে হয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর দ্বারা। ঠুঁঠাপাড়া গ্রামের দুইজন কৃষক বুনো শুয়োরের হামলার শিকার হয়েছেন। এমনকি এই বুনো শুয়োরের হামলার শিকার হয়েছেন বিএসএফ সদস্যরাও।
নাম প্রকাশে অনিচ্ছুক বুনো শুয়োরের হামলার শিকার হওয়া এক কৃষক বলেন, বুনো শুয়োর তাড়াতে গেলে আমার উপরই আক্রমণ করে। পিঠে, হাতে, পায়ে কামড় দেয়। আমি ছোটার জন্য তীব্র চেষ্টা করলে গড়াগড়ি খেতে খেতে জীবন বাঁচাতে পাশে থাকা একটি পুকুরে ঝাঁপ দেয়। এরপর আশপাশে থাকা কৃষকরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পঞ্চাশোর্ধ্ব আজমল হোসেন বলেন, বাংলাদেশ-ভারতের সীমান্ত এলাকা তারকাঁটা দিয়ে ঘেরা রয়েছে। কিন্তু বুনো শুয়োর থাকা এলাকাটি ভারতীয় সীমানার মধ্যে। জঙ্গল ও নদীর ধারে হওয়ায় সেখানে কোনো তারের বেড়া নেই। ফলে অবাধে বুনো শুয়োরের দল চলাফেরা করতে পারে। সেখানে আনুমানিক শতাধিক বুনো শুয়োর রয়েছে।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ফসলি জমিতে ভারতীয় বুনো শুয়োরের আক্রমণের বিষয়টি স্থানীয় কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। আমরা বন বিভাগকে বিষয়টি অবহিত করেছি। স্থানীয়ভাবে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আশা করি, বন বিভাগ এ বিষয়ে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেবে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হায়াত জানান, রাজশাহীতে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয় রয়েছে। বিষয়টি তাদেরকে অবহিত করা হয়েছিল। তারা সরেজমিনে পরিদর্শন করে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়েছেন। কৃষক ও তাদের চাষাবাদ করা ফসলের নিরাপত্তা দিতে এবং নিরাপদে ফসল ঘরে তুলতে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আশা করি, খুব শিগগিরই এর সমাধান হবে।

- দেশে নদ-নদীর সংখ্যা ১০০৮
- গরু নিয়ে বাড়ি ফেরা হলো না বাচ্চু মিয়ার
- হবিগঞ্জে চুরির দুই ঘন্টার মধ্যে টমটম উদ্ধার: আটক ২
- কৃষ্ণসাগরে রুশ নৌবহরের সদরদপ্তরে হামলায় নিহত ৯
- গ্রামের নাম ‘ভণ্ডগ্রাম’, বিড়ম্বনায় পরিবর্তন চান এলাকাবাসী
- অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দোয়ারাবাজারে জরিমানা
- প্রফেসর খলিলুর রহমানের মৃত্যুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শোক
- চট্টগ্রামে উদ্ধার হওয়া খ ণ্ড-বি খ ণ্ড দেহটি সিলেটি ব্যক্তির!
- ` শাবিপ্রবির গবেষণা বাজেট বৃদ্ধির ধারা অব্যহাত রাখার চেষ্টা করছি`
- ছাতকের গোবিন্দগঞ্জে ব্যবসায়ী সমিতি গঠন
- কুলাউড়ায় ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাই
- সিলেট অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখলের কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী
- হবিগঞ্জে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে চাঁদা দাবি
- সিলেটে হু হু করে ঢুকছে ভারতীয় চিনি, এবার ৯৭ বস্তা জব্দ
- সিলেটে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি তদারকিতে প্রশাসন
- জৈন্তাপুরে ৯৭ বস্তা ভারতীয় চিনি জব্দ
- গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধো সন্তান কমান্ডের প্রচার মিছিল
- গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধো সন্তান কমান্ডের প্রচার মিছিল
- মাধ্যমিক শিক্ষা উন্নয়নে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- বিশ্বের ‘সবচেয়ে দূরপাল্লার’ ড্রোন উন্মোচন করলো ইরান
- ‘নির্বাচন বাধাগ্রস্ত করতে বিদেশি হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না’
- শুরুতেই মোস্তাফিজের জোড়া আঘাত
- ‘ছেলের সম্পদ বাজেয়াপ্ত করলে করবে, তাতে কিছু আসে যায় না’
- টসে হেরে বোলিংয়ে টাইগাররা
- সাকিবের সেই পোস্ট নিয়ে যা বললেন জায়েদ
- সিলেটে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি তদারকিতে প্রশাসন
- বালাগঞ্জে খেলাফত মজলিসের গণসমাবেশ
- মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্যকে সমুন্নত রাখতে হবে: তাহমিলুর রহমান
- শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ঘরে ঘরে জ্বর, সাবধান থাকবেন যেভাবে
- শাবিতে বাংলার কিছু শিক্ষার্থীর ড্রপ সংস্কৃতির চর্চা, ক্ষোভ
- আরেকটি রানওয়ে হচ্ছে শাহজালালে
- ডেঙ্গুতে সিলেটে প্রথম মৃ ত্যু
- জাতিসংঘের অধিবেশনে
শেখ হাসিনাসহ যোগ দিচ্ছেন শতাধিক রাষ্ট্রপ্রধান - উড়াল-পাতাল মিলেই চলবে মেট্রোরেল
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর নলেজ পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন
- বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তার পরিমাণ বাড়ল
- ২২০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্র হচ্ছে চকরিয়ায়
- আয়কর রিটার্ন
রিটার্ন দিলে ২২ খাতের আয়ে দিতে হবে না কর - ঢাকা থেকে বেনাপোল তিন ঘণ্টায়
- বর-কনে বিয়ের আগে ভিডিও কলে কথা বলতে পারবে?
- হবিগঞ্জে চা শ্রমিকদের বকেয়া ৫২ লাখ টাকা পরিশোধ
- ৪ দেশের প্রেসিডেন্টদেরকে যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রকে ৩৩০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
- ৪৩ ধরনের পণ্যে নগদ সহায়তা অব্যাহত
- চা শ্রমিক-কর্মচারীদের নিম্নতর মজুরি ঘোষণা
- মৃত্যু পরোয়ানাও বঙ্গবন্ধুকে টলাতে পারেনি: মোস্তাফা জব্বার
- কুলাউড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ড. ইউনূস আসলে কী চান?
