• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
চলন্ত বাসে চালক-যাত্রীর মধ্যে গোলাগুলি! মাত্র ৩০ সেকেন্ডেই শেষ হয়ে গেল নির্বাচন! কমলগঞ্জে বিশ্ব মা দিবস পালিত প্রাক্তন স্বামীর কাছেই ফিরছেন কারিশমা? শেখ হাসিনার প্রথম সিলেট সফর স্মরণ করে দু’আ মাহফিল চাহিদার তুলনায় জোগান বেশি মৌসুমি ফলের
১৫

খাগড়াছড়িতে আগুনে পুড়ল ৬০ দোকান

সিলেট সমাচার

প্রকাশিত: ১৭ মে ২০২৩  

খাগড়াছড়ির দীঘিনালায় বাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাত ১টার দিকে লারমা স্কয়ারের সামনের দোকানগুলোতে এ আগুন লাগে। এতে অন্তত ৬০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার টিকে বাস স্টেশনের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পরে। ঘণ্টাব্যাপী আগুনে পুড়ে যায় কয়েক কোটি টাকার মালামাল। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

এ বিষয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার পংকজ বড়ুয়া বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের ইউনিটের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে দোকানগুলো পুড়ে গেছে। তবে এ সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যারা ভিতরে ছিলো তারা বেরিয়ে গেছে। এই আগুন কীভাবে শুরু হয়েছে তার কারণ এখনো জানা যায়নি।

সিলেট সমাচার
সিলেট সমাচার