ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৫৭৭

জৈন্তাপুরে পাহাড় টিলা কেটে পাথর উত্তোলন: পরিবেশ বিপর্যয়ের আশংঙ্কা

সিলেট সমাচার

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯  

সিলেটের জৈন্তাপুরে প্রশাসনের নিষেদাজ্ঞা অমান্য করে নতুন বরে বাড়ীঘর নির্মান, পাহাড় টিলা কর্তন করে পাথর উত্তোলন। সংশ্লিষ্ট প্রশাসন নোটিশ টানিয়ে দায়িত্ব শেষ, যেন দেখার কেউ নেই। পাহাড় ধষ, প্রাণহানি পরিবেশ বিপর্যয়ের আশংঙ্কা সচেতন মহলের।

সরেজমিন ঘুরে দেখা যায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ীর সরকারী পাহাড় হতে দিন রাত ভূমি খেকু চক্রের সদস্যরা বাড়ী ঘর নির্মানের নামে পাহাড় কর্তন করে পাথর উত্তোলন করে যাচ্ছে৷ গত বৎসরে পার্বত চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পাহাড়া ধষে প্রাণ হানির ঘটনায় সরকারী ভাবে পাহাড় কর্তনের উপরে নিষেদাজ্ঞা জারী করা হয়৷ জৈন্তাপুর উপজেলায় নিষেদাজ্ঞা অমান্য করে প্রভাবশালী ভূমিখেকু চক্র পাহাড় টিলা রকম ভূমি কর্তন করে বাড়ী ঘর নির্মানের নামে গুয়াবাড়ীর টিলা পাহাড় কেটে পাথর উত্তোলন অব্যাহৃত রেখেছে। বিগত ৪বৎসর হতে গুয়াবাড়ী এলাকার পাহাড় টিলা কর্তনের উপর সরকারী ভাবে নিষেদাজ্ঞা জারী করে সাইনবোর্ড টানিয়ে দিয়েছিল উপজেলা প্রশাসন৷ কিন্তু প্রভাবশালীরা প্রশাসনকে বৃদ্ধাআঙ্গলী দেখিয়ে নিষেদাজ্ঞা অমান্য করে পাহাড় টিলার বুক চিরে বাড়ীঘর নির্মান পাহাড়ের পাথর সংগ্রহ করছে। ফলে পাহাড়ের একাধিক অংশের মাটি বৃষ্টির পানির সাথে গড়িয়ে স্থানীয় ফসলী জমি ভরাট হবে যাহা অতিতে হয়ে আসছে৷ এছাড়া পাহাড়ের পদদেশে বসবাসকারী পরিবার গুলো জীবনের ঝুকি নিয়ে বসবাস করছে। টানা বৃষ্টির ফলে পাহাড় ধষে পড়ার আশংঙ্কা বিদ্যমান।

সংশ্লিষ্ট প্রশাসনের লোকজন বিষয়টি দেখেও না দেখার ভান করে রয়েছে মর্মে স্থানীয় বাসিন্ধাদের দাবী। ২০১৭ সনে স্থানীয় সংসদ সদস্য বর্তমান সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি সরজমিন পরিদর্শন করে গুয়াবাড়ী সহ জৈন্তাপুরের পাহাড় টিলা শ্রেনীর ভূমি হতে কোন রূপ পাথর উত্তোলন না করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। সংসদের নির্দেশের পরও প্রশাসনের তৎপরতায় কিছুদিন থেমে ছিল পাহাড় কর্তন পাথর উত্তোলনের কাজ।

সম্প্রতি এই চক্রটি বাড়ী ঘর নির্মানের নামে কোন প্রকার অনুমতি না নিয়ে পাহাড় কেটে বাড়ী ঘর নির্মান পাথর উত্তোলন করছে৷ বাড়ী নির্মানকারী জৈন্তাপুর প্লাজা মার্কেটের ব্যবসায়ী কফিল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান, জায়গা করে করে বাড়ী নির্মান করছেন৷ কিছু দিনের মধ্যে তিনি অফিসের সহায়তায় বরাদ্ধ নিবেন জন্য আগে দখল দেখাতে হবে। তবে পাহাড় কেটে বাড়ী নির্মানের তিনি প্রশাসন কিংবা পরিবেশ অধিদপ্তর হতে কোন প্রকার অনুমতি নেননি৷ নাম প্রকাশে অনিচ্ছুক অনেকই জানান জৈন্তাপুর ইউনিয়ন ভূমি অফিস জৈন্তাপুর উপজেলা ভূমি অফিসের কতিপয় কর্মকর্তা কর্মচারীদের সাথে আতাত করে ভুমি খেকু চক্র সরকারী পাহাড় শ্রেনীর ভূমি ক্রয়-বিক্রয় এবং ভূমি বন্দোবস্থ পাইয়ে দেওয়ার নামে অপরাধ সংগটিত করছে। উপজেলা ভূমি অফিসের এক কর্মচারীর ইতোপূর্বে সরকারী আদর্শগ্রামের ভূমি ক্রয় সহ এবং সরকারী ভূমি দখল করে পাহাড় কেটে বাড়ী নির্মান করেছেন৷

এবিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

পরবর্তীতে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান পলাশ নিকট যোগাযোগ করা হলে তিনি জরুরী প্রয়োজনে তিনি কর্মস্থলের বাহিরে অবস্থান করছেন বলে জানান।

তিনি আরও বলেন, কর্মস্থলে ফিরেই উপজেলার গুয়াবাড়ী এলাকা পরিদর্শন করে পাহাড় কর্তননের সাথে কিংবা ভূমি দখলের সাথে জড়ীত যাদের পাওয়া যাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন। তবে ভূমি অফিসের কেউ জড়িত থাকেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সিলেট সমাচার
সিলেট সমাচার