ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৬৩

সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বৃদ্ধি 

সিলেট সমাচার

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০  

সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বৃদ্ধির ‘গণবিজ্ঞপ্তি’ প্রকাশের পর থেকে এক অন্যরকম আমেজ বিরাজ করছে ঘোষিত এলাকাগুলোতে। আবার এক সাথে পাশাপাশি বসবাস ও গ্রামীণ অবকাঠামো প্রায় একই হওয়া সত্বেও কেবল মৌজা’য় না থাকায় বাদ পড়েছে বেশ কিছু এলাকা। এমন এলাকার বাসিন্দারা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলনে নেমেছেন। এমনকি দক্ষিণ সুরমার ১০টি ইউনিয়নকেই অন্তর্ভুক্তির দাবি উঠেছে। এই দাবির স্বপক্ষে অনেকেই সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে উপস্থাপন করেছেন। অন্যদিকে, ঘোষিত ‘গণবিজ্ঞপ্তি’র দেয়া তথ্য মতে আগামী ৮ সেপ্টেম্বর আপত্তি দাখিলের মেয়াদ শেষ হচ্ছে।

সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বৃদ্ধি সংক্রান্ত ‘গণবিজ্ঞপ্তি’ গত ১০ আগস্ট সোমবার প্রকাশ করে সিলেট জেলা প্রশাসন। গণবিজ্ঞপ্তিতে সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের কুমারগাঁও ৮০, মইয়ারচর ৮১ (দাগ নম্বর ৭৭, ৮২, ৮৩, ৮৯, ৯০, ৯১ ব্যতীত), খুরুমখলা শাহপুর ৮২, আখালিয়া ৮৮, খাদিমনগর ইউনিয়নের কুমারগাঁও ৮০, খাদিমপাড়া ইউনিয়নের সাদিপুর ১ম খন্ড ৯৩, টিলাগড় ৯৫, দেবপুর ৯৬, কসবা কুইটুক ১০০, সুলতানপুর চক ১০১, পেশনেওয়াজ ১০২, টুলটিকর ইউনিয়নের সাদিপুর ১ম খন্ড ৯৩, টিলাগড় ৯৫, দেবপুর ৯৬।

দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের হবিনন্দি ১০৭, মণিপুর ১০৮, আলমপুর ১০৯, গোটাটিকর ১১০, বরইকান্দি ইউনিয়নের পিরিজপুর ১১৪, ধরাধরপুর ১১৫, বরইকান্দি ১১৬, গোধরাইল ১২৬ এবং তেতলী ইউনিয়নের ধরাধরপুর ১১৫, বরইকান্দি (অবশিষ্টাংশ) ১১৬, বলদী ১২৫ (আংশিক) (দাগ নম্বর ২১৯৯-২৩৪৯, ৩৫০৯-৩৫১১, ৩৫১৩, ৩৫৩৫)। তবে পূর্বে এসব মৌজার যেসব অংশ সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি অংশ এখন অন্তর্ভুক্ত করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানা গেছে, ২০১৪ সালের জুলাই মাসে আয়তন বাড়ানোর উদ্যোগ নেয় নগর কর্তৃপক্ষ। এরপর তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেনের চেষ্টায় ২য় দফা আয়তন বৃদ্ধি পাচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের।

২০০২ সালে ২৬ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তন নিয়ে যাত্রা শুরু করে সিলেট সিটি কর্পোরেশন। ঐ সময় দক্ষিণ সুরমার তিনটি ওয়ার্ড (বর্তমান ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ড) অন্তর্ভুক্ত করতে গেলে বিরোধিতা করেন এলাকাবাসী। সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত হবেন না মর্মে জানিয়ে সভা-সমাবেশ করতে থাকেন অনেকে। এমনকি জনশ্রুতি রয়েছে যে, সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে প্রতিবাদী অনেকেই ভোটদান থেকে বিরত ছিলেন। এবার অবশ্য পরিস্থিতি ভিন্ন। 
এবার পুরো দক্ষিণ সুরমা উপজেলাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন দক্ষিণ সুরমার বিভিন্ন সামাজিক সংগঠন ও কয়েকজন ইউপি চেয়ারম্যান। সম্প্রতি ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ এর ব্যানারে তারা সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন। এতে তাদের দাবি সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র আওতাধীন দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নকে সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার। এই স্মারকলিপি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দপ্তরেও প্রদান করা হয়। দক্ষিণ সুরমার ১০ ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি সিলেট’র সভাপতি ও মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. মকন মিয়া এবং সাধারণ সম্পাদক ও সিটি কাউন্সিলর মোঃ আজম খান’। তাদের সাথে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইফুল আলম, বরইকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেনসহ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন।

অন্যদিকে, দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের মৌজা ধরাধরপুর ১১৫,বলদি ১২৫ আংশিক দাগ ২১৯৯,২৩৪৯,৩৫০৯,৩৫১১,৩৫১৩ ও ৩৫৩৫ সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে। যা ইউনিয়নবাসী প্রত্যাশা পূরণ হয়নি বলে ঐ ইউনিয়নের সচেতন সমাজও পুরো ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে স্মারকিলিপি দিয়েছেন।
স্থানীয় সরকার বিভাগ, সিলেটের উপ পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘আমরা একটি গণবিজ্ঞপ্তি জারি করেছি। গণবিজ্ঞপ্তিতে ৮ সেপ্টেম্বর তারিখের মধ্যে আপত্তি জানানোর কথা বলা হয়েছে। অনেকেই আপত্তি বা দাবি জানাচ্ছেন। এ নিয়ে আলোচনা হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে। তবে নতুন করে কতটি ওয়ার্ড সংযুক্ত হচ্ছে এটি এখনই বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

সিলেট সমাচার
সিলেট সমাচার