ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৬৬

সিলেটের দক্ষিণ সুরমায় শারীরিক দূরত্বের বালাই নেই!

সিলেট সমাচার

প্রকাশিত: ১৪ জুন ২০২০  

লকডাউন সীমিত করে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি অফিস আদালত ও গণপরিবহণ চালু করলেও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে স্বরূপে ফিরেছে দক্ষিণ সুরমা এলাকা।

সড়কে গণপরিবহনের সংখ্যা কম হলেও সব ধরনের বিপুল পরিমাণ গাড়ি সড়কে চলাচল করছে। করোনা সংক্রমণের ভীতির মধ্যেই আজ সকাল থেকেই দক্ষিণ সুরমার বিভিন্ন পয়েন্টে যানজট দেখা গেছে।

গণপরিবহণ ছাড়াও ট্রাক লরি, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ির আধিক্য দেখা গেছে। সব ধরনের যানবাহনই দক্ষিণ সুরমার বিভিন্ন সড়কে চলাচল করছে। দক্ষিণ সুরমার কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট, ক্বীনব্রীজের মুখ, হুমায়ুন রশিদ চত্বর, ওভারব্রীজ, বাবনা পয়েন্ট, পুরাতন রেলওয়ে স্টেশনসহ প্রতিটি গুরুত্বপূর্ন পয়েন্টে দেদারছে চলছে যানবাহন। স্বাস্থ্যবিধি না মেনেই সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, ব্যাটারী চালিত টমটম ইত্যাদি যানবাহনে পুরো যাত্রী নিয়ে ভাড়া বৃদ্ধি করে চলাচল করছে। এতে করে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা বিদ্যমান। সামাজিক দূরত্ব বজায় না রাখতে পারলে করোনায় দক্ষিণ সুরমার অনেক ক্ষতি হতে পারে।

এছাড়া ব্যক্তিগত গাড়ি ও সিএনজি অটোরিকশাও বেড়েছে দক্ষিণ সুরমায়। এলাকায় চলাচলকারীদের অধিকাংশের মুখে মাস্ক থাকলেও বেশির ভাগের হ্যান্ডগ্লাভস নেই। করোনা থেকে রক্ষার সচেতনতার অভাবে সামাজিক দূরত্ব রক্ষার বালাইও দেখা যায়নি। গণপরিবহন চালুর পরই সিলেট স্বাভাবিক হতে শুরু করেছে। সিলেটমুখী সড়কে পুরো যানজট লেগে আছে। ধীরগতিতে চলছে এসব যানবাহন। দূরপাল্লার বাস ও গণপরিবহন ছাড়াও মহাসড়কে ইজিবাইকসহ সবই চলছে। যাত্রী পরিবহনকারী গাড়িগুলোতে শারীরিক দূরত্ব মানার বালাই নেই। গাদাগাদি করে মানুষ চলাফেরা করছে। গাড়ি সামাল দিতে পুলিশকেও হিমশিম  খেতে হচ্ছে।

সিএনজি অটোরিকশার এক চালক জানান, কেউই সামাজিক দূরত্ব মানছেনা। তাহলে আমরা মেনে লাভ কি। শুধু গাড়ীই নয় কদমতলীর প্রায় সবকটি খাবার হোটেলও গভীর রাত পর্যন্ত খোলা থাকে এবং স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে গাদাগাদি করে মানুষজন বসে চা-নাস্তাসহ ভাত খাচ্ছেন। এ ব্যাপারে হোটেল কর্তৃপক্ষেরও কোন নজর নেই।

কদমতলী এলাকার সচেতন মহল বলেন, লকডাউন ছিল ভালোই ছিল, এতে করে দোকানপাঠ, গাড়ী, হোটেল, বাজার হাট সব বন্ধ ছিল, তাই সংক্রমনের ভয় কম ছিল। একণ যে হারে লোক চলাচল করছে এবং গণপরিবহন চলাচল করছে এতে করে সংক্রমনের হার বেড়েই চলবে। সরকারের আইন কেউই মানছে না। সরকারের আইন না মানলে জনগনেরই ক্ষতি হবে।

এ ব্যাপারে ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপনের সাথে আলাপকালে তিনি জানান, কদমতলী পয়েন্টে যে হারে মানুষজন চলাফেরা করছে এবং ফুটপাতে খোলা দোকান বসছে সে হারে করোনা সংক্রমন বৃদ্ধি পাবে বলে আশংকা করা হচ্ছে। এজন্য তিনি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ফয়াজ উদ্দিন ফয়েজ বলেন, বিকাল ৪ টার পর সব ধরণের দোকানপাঠ বন্ধ রাখতে আমাদের টহল অব্যাহত আছে। গণপরিবহণ চলাচল করায় কিছু কিছু দোকানপাঠ বন্ধ করতে একটু দেরি হয়। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমাদের অভিযান ও টহল অব্যাহত রয়েছে। হোটেল ও রেস্তুরোর প্রতিও আমাদের অভিযান অব্যাহত আছে।
 

সিলেট সমাচার
সিলেট সমাচার