ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
২১৩

শায়েস্তাগঞ্জে বেড়েছে সবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম

সিলেট সমাচার

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২০  


শায়েস্তাগঞ্জে রোজার শুরুতেই বেড়েছে নিত্যপণ্য ও সবজির দাম। প্রতি বছর রোজার মাস আসলেই নিত্য পণ্য ও সবজির দাম বাড়লেও এবার এর সাথে যোগ হয়েছে পরিবহন সংকট। ফলে দাম বাড়ায় বিপাকে উপজেলার সাধারণ মানুষ।

এবার করোনা পরিস্থিতিতে অঘোষিত লকডাউনে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, পিকাপ এসব গাড়ি বেশি টাকার লোভে যাত্রী পরিবহনেই ঝুঁকছেন বেশি। তাই পণ্যপরিবহনের যানবাহনের অভাবে ব্যবসায়ী ও চাষীরা অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা, ভ্যানসহ অন্যান্য যানবাহন এসব পণ্য ও সবজি বাজারে নিয়ে আসছেন। এমনকি জেলা শহর থেকে উপজেলার বাজারে ব্যবসায়ীরা মালামাল নিয়ে আসার ক্ষেত্রেও গুনতে হয় অতিরিক্ত টাকা।

সোমবার সকালে শায়েস্তাগঞ্জের বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, সেখানে প্রচুর পরিমাণ সবজি নিয়ে এসেছেন কৃষকরা। পাইকাররা সেখানে এসে সবজি ক্রয় করছেন। মৌসুমি সবজি আলু, টমেটো, লাউ, ফুলকপি, বাঁধাকপি, বরবটিসহ সব ধরনের সবজি থাকলেও দাম তুলনামূলক ভাবে বেশী।

সুতরাং বাজারের পাইকার বাছির মিয়া জানান, উত্তরবঙ্গ থেকে ট্রাক না আসায় এবং স্থানীয় কৃষকরা কোনো গাড়ি না পেয়ে বেশী মূল্যে রিকশায় করে সবজি বাজারে আনছে। ফলে দাম একটু বেশী। পাইকারিভাবে আলু বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকা কেজি। টমেটো ২০ টাকা, ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ২৫ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, বেগুন ৪০টাকা দরে বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।

গতকাল রোববার শায়েস্তাগঞ্জের অলিপুর বাজারে ঘুরে দেখা যায়, লেবু ২০ টাকা হালি, ধনিয়া পাতা ২০০ টাকা কেজি, গাজর ৮০ টাকা, শসা ৬০ টাকা, বাহরপাতার আটি ২৫ টাকা, কাচামরিচ ৮০ টাকা কেজি, টমেটো ২০ টাকা কেজি, পেঁয়াজ ৫৫ টাকা কেজি, রসুন ১২০ টাকা, ছোলা ৭৫ টাকা, খেসারী ডাল ৪৫ টাকা কেজি, মসুরি ডাল ১০০ টাকা কেজি, চিনি ৬০ টাকা কেজি ও চাল মানভেদে ৪৫-৫০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে।

কাঁচামরিচের দাম বেড়েছে কেজি প্রতি ২০ টাকা, মসারী ডালের দাম বেড়েছে কেজি প্রতি ৩০ টাকা করে, অন্যান্য জিনিসের দাম বেড়েছে অন্তত ৫-১০ টাকা করে। আগের তুলনায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা পড়েছেন বিপাকে।
তবে রোজার মাস আসাতেই জিনিসপত্রের দাম বেড়েছে এই কথা মানতে নারাজ ব্যবসায়ীরা। তাঁদের দাবি রমজান উপলক্ষে কখনো দাম বাড়ানো হয় না। দাম বাড়ে মূলত সরবরাহ কম থাকলে। এখন সরবরাহ কমেছে, তাই দামও কিছুটা বেড়েছে।

অন্যদিকে মাছের মধ্যে রুই-কাতলা বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৮০ টাকায়, তেলাপিয়া ১৪০ থেকে ১৮০ টাকায়, মৃগেল ৩৫০ টাকায়, চিংড়ি প্রকারভেদে ৪৮০ থেকে ৫৫০, লইট্টা ১৬০ থেকে ১৮০ টাকায়, রূপচাঁদা ৫০০ থেকে ৬০০ টাকায় ও ফলি মাছ ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে গত সপ্তাহের তুলনায় বয়লার মুরগির দাম বেড়েছে কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা। এছাড়া কক মুরগি ২৮০, দেশি মুরগি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের মধ্যে গরু ৬০০ থেকে ৭০০ টাকায় এবং খাসি ৭০০ থেকে ৭৩০ টাকায় বিক্রি হচ্ছে। মাছ মাংসের দাম ও তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে।

এ ব্যাপারে কথা হয় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তারে সাথে। তিনি জানান, আমরা সরেজমিনে গেলে ব্যবসায়ীরা দাম বেশি রাখার বিষয়টি অস্বীকার করেন।

রমজান উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবকয়টি বাজারে ভ্রাম্যমাণ আদালতের টহল অব্যাহত রয়েছে, সাময়িক পরিস্থিতিতে কাউকে জরিমানা করা হচ্ছে না, সকল ব্যবসায়ীদেরকে সাবধান করা হচ্ছে বলেও জানান তিনি।

সিলেট সমাচার
সিলেট সমাচার