ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৭৭৮

ওসমানীর সাদেকের বিরুদ্ধে নানা অভিযোগ! 

সিলেট সমাচার

প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯  

 


সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নানা কারণে বিতর্কিত নাম ব্রাদার সাদেক। নিয়োগ বাণিজ্য, ঘুষ বাণিজ্য, বড় বড় প্রকল্পে দুর্নীতির ক্ষেত্র তৈরির গুরু হিসেবেই সকলে তাকে চিনেন। খুব অল্প দিনে তিনি হয়েছেন আঙুল ফুলে কলাগাছ। এমনকি তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ থাকলেও স্ত্রীকে দিয়েছেন বিলাসবহুল জীবন। সেই সাথে স্ত্রীকে ভালবাসার উপহারস্বরূপ দিয়েছেন প্রায় ৩০ লক্ষ টাকা দামের একটি প্রাইভেট কার।

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বি.এন.এ) সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক পেশায় একজন স্টাফ নার্স বা ব্রাদার হলেও তার বিলাসবহুল জীবন। অন্য নার্স যেখানে সারা মাস চাকরি করে পরিবারের খরচ চালাতেই হিমশিম খান সাদেক সেখানে নিজের স্ত্রীকে দেন দামি গাড়ি। এ যেন সাদেকের হাতে আলাদীনের চেরাগ! অবশ্য ক্ষেত্র বিশেষে সুদর্শন নার্সরাও পান দামি উপহার; এমন তথ্য দিলেন সাদেকের এক ঘনিষ্ঠজন।

জানা যায় ঢাকা মেট্রো-গ- ২৬-২২৮২ নং এ গাড়ির মালিক সাদেকের স্ত্রী সেলিনা আক্তার। ২০১৬ মডেলের ‘প্রিমিও ব্র্যান্ডের’ কালো রঙের অভিজাত এ গাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। ২য় শ্রেণির পদদারি হিসেবে ইসরাইল আলী সাদেকের মাসিক বেতন প্রায় ৩৫ হাজার টাকার মতো। এ হিসেবে তার বাৎসরিক উপার্জন প্রায় ৪ লক্ষ ২০ হাজার টাকা। তার মানে খাওয়া-দাওয়া ও নিত্য প্রয়োজনীয় জিনিসের খরচ বাদ দিলেও স্ত্রীর গাড়ি কেনা বাবদ ৩০ লক্ষ টাকা উপার্জন করতে সাত বছরের অধিক সময় লাগার কথা।

স্ত্রীকে এ গাড়ি উপহার দিয়েই শেষ নয়, নিজেও চড়েন অন্য একটি প্রাইভেট কার। আছে বিশাল বিত্ত-বৈভব। তবে তার উপহার দেয়ার এ নিয়ম নাকি কেবল স্ত্রীকেই নয়। প্রভাবশালী অনেক নেতাকর্মী ও পছন্দের মানুষরাও অনেক সময় পান দামি দামি অনেক উপহার পান।

নাম প্রকাশ না করার শর্তে একজন নার্স বলেন, ‘আমাদের সাদেক ভাইয়ের হাতে আলাদীনের চেরাগ। আমি নিজে চাকরি করি, আমার স্বামীও ভালো বেতনে চাকরি করেন। তবুও সংসারের খরচ চালাতেই হিমসিম খেতে হয়। কিন্তু আমাদের সাদেক ভাই বেশ ভালই আছেন।’

এদিকে র‌্যাব-৯ এর পরিচালক (গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, সাদেক নামের একজনকে র‌্যাব প্যাথিড্রিনসহ গ্রেপ্তার করেছিলো। তিনি আদালত থেকে জামিন পেয়েছেন। তবে আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবো’।

অপরদিকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান বলেন, ‘আমি দেখেছি সে একটা গাড়ি নিয়ে মাঝেমধ্যে আসে। তবে কত টাকা দিয়ে কিনেছে, কি ভাবে কিনেছে তা আমার জানা নেই। তাছাড়া কারো ব্যক্তিগত সম্পদের হিসেবও আমার জানা থাকার কথা না।’ তবে হাসপাতালের অনেক স্টাফই প্রাইভেট গাড়ি ব্যবহার করেন বলে জানান তিনি।
 

সিলেট সমাচার
সিলেট সমাচার