ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৯৮

সিলেটে অভিজাত এলাকায় ঝুঁকি নিয়ে চলাচল

সিলেট সমাচার

প্রকাশিত: ৩ জুলাই ২০১৯  

 

সিলেট সদর উপজেলা ৩নং খাদিমনগর ইউনিয়নের এয়ারপোর্ট-পাঠানটুলা বাইপাস সড়কের অধিকাংশ স্থান খানাখন্দে ভরা। এতে সড়কটি দিয়ে চলাচলকারী এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়, সিলেট ক্যাডেট কলেজের ছাত্রছাত্রীসহ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।  


সামান্য বৃষ্টি হলে খানাখন্দে ভরপুর এই সড়কে দেখা দেয় জলাবদ্ধতা, সৃষ্টি হয় জনদুর্ভোগ।


এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে খাদিমনগর ইউনিয়নের কালাইউড়া ও লাখাউড়া–এয়ারপোর্টট-পাঠানটুলা বাইপাস সড়ক এবং কয়েকটি গ্রামের বাসিন্দারা সহ কয়েক হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।


সরেজমিনে দেখা যায়, বিভিন্ন স্থানে সড়কের কার্পেটিং উঠে ইটের খোয়া বের হয়ে গেছে। কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কে একটি গাড়ি আরেকটিকে অতিক্রম করতে পারছে না। 


কালাইউড়া গ্রামের মনফর আলী বলেন, ভাঙ্গাচোরা সড়কের কারণে ভ্যানচালকেরা যেতে চান না। আমাদের স্কুল কলেজপরুয়া ছেলেমেয়ে অতিরিক্ত পরিবহন ভাড়া দিয়ে স্কুল-কলেজে যাতায়াত করছে। দ্রুত এ সড়কটি সংস্কার করা দরকার।


লাখাউড়া গ্রামের জমির আলী বলেন, তাদের প্রধান সড়ক এটি, বিকল্প কোন সড়ক নাই। যার ফলে সড়কে এই ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে সব সময় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। তিনি বলেন- সড়কটি নিয়ে আমাদের এত দুর্ভোগ তবুও এলাকার মেম্বার ও চেয়ারম্যানের কোন মাথাব্যথা নাই। 


ভ্যানচালক মনি মিয়া বলেন, ভাঙ্গাচোরা রাস্তার জন্য বেশি মাল নেওয়া যায় না। এছাড়া ভ্যানও ক্ষতিগ্রস্থ হয়। পেটের দায়ে বাধ্য হয়ে ভাঙ্গাচোরা রাস্তায় চলাচল করতে হচ্ছে।


কালাইউড়া গ্রামের স্কুল ছাত্র আল-আমিন বলেন, সড়কের খারাপ অবস্থার জন্য তাদের অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। যানবাহন বা ভ্যানে এ সড়ক দিয়ে চলাচল করতে কষ্ট হয়, সময়ও বেশি লাগে।


এ ব্যাপারে খাদিমনগর ইউনিয়নে পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম বলেন, ইতিমধ্যে রাস্তাটির সংস্কার করা জন্য টেন্ডার পাস হয়েছে, দুই একদিনের মাঝে কাজ শুরু হবে। 


খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলোওয়ার হোসেন বলেন, ‘সড়কটির বর্তমান অবস্থার বিষয়টি ইতিমধ্যে উপজেলা মাসিক সমন্বয় সভায় বলা হয়েছে। এছাড়া স্থানীয় এলজিইডির প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরা বলেছেন, সড়কটি সংস্কারের জন্য একটি টেন্ডার অনুমোদন হয়েছে। রাস্তাটি প্রসস্থ হয়ে ২০ ফুট হবে।’ দুই একদিনের মধ্যে রাস্তার কাজ শুরু হবে বলে জানান তিনি।

সিলেট সমাচার
সিলেট সমাচার