ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৪৫৬

অপরূপ, জাদুমাখা!

সিলেট সমাচার

প্রকাশিত: ২ জুলাই ২০১৯  

 


লাউড়েরগড় প্রাচীন লাউড় রাজ্যের রাজধানী। প্রতিবছর চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশীতে এখানে নবগ্রামে অদ্বৈতধামে বারুণী মেলা ও একই সময়ে এখানে শাহ আরেফিন (রহঃ)এর মোকামে তিনদিনব্যাপী ওরস অনুষ্ঠিত হয়। বৈষ্ণব আচার্য অদ্বৈত মহাপ্রভুর জন্ম প্রাচীন লাউড় রাজ্যের নবগ্রামে। কথিত আছে, মায়ের গঙ্গা স্নানের ইচ্ছে মেটাতে পৃথিবীর সকল তীর্থের জল একত্র করার পণ করেন। পরে যোগবলে সে পণ পূর্ণ করেন অদ্বৈত মহাপ্রভু। এই পণ থেকেই তীর্থের নাম হলো পণাতীর্থ। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই স্থান খুবই পবিত্র। প্রতিবছর দোল পূর্ণিমার সময় এখানে সিলেট বিভাগের সবচেয়ে বড় বারুনী মেলা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এ সময়ে কোন কিছু পণ করে এ নদীতে পূণ্যস্নান করলে মনের আশা পূর্ণ হয়। তাই প্রতিবছই এখানে লাখো ভক্তের সমাগম ঘটে পূণ্যস্নানের উদ্দ্যেশে।


পণাতীর্থ থেকে আরো ২ কিলোমিটার উত্তরে রয়েছে অপরূপ দর্শনীয় স্থান-৩৬০ আউলিয়ার অন্যতম সফরসঙ্গী সাধকপুরুষ হজরত শাহ আরেফীন (রহ.)-এর স্মৃতিবিজড়িত পুণ্যভূমি লাউড়েরগড়। বছরে দুই দিন এখানে মেলা বসে। সে সময়ে দেশ-বিদেশ থেকে শত শত ভক্ত সেখানে এসে সমবেত হন। মেলায় দিন-রাত চলে বাউল, জারি-শারি, মুর্শিদি, ভাটিয়ালিসহ সিলেটের মরমি সাধক হাসন রাজা ও বাউল শাহ আব্দুল করিমের গান।


দুটো স্থানই অবস্থিত দেশের উত্তর-পূর্ব সীমান্তে অবস্থিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়। জেলা সদর থেকে ৩০ কি.মি. দূরে ভারতের মেঘালয় রাজ্যের কূলঘেঁষা হাওর উপজেলা তাহিরপুরে অবস্থিত লাউড়ের গড়। এই লাউড়ের গড়েই অবস্থিত জাদুকাটা নদী। বারেকের টিলা বা বড়গোপ টিলায় যেতে খেয়া নৌকায় পার হতে হবে যাদুকাটা নদী। এ নদীর নামের উৎপত্তি সর্ম্পকে স্থানীয় লোকশ্রুতি হলো এই যে, কোন এক মা নদীতে মাছ মনে করে তার ছেলে যাদুকে কেটে ফেলেছিলেন । সেই থেকে এই যাদুকাটা নামের উৎপত্তি।


আকাশের সব নীল আর পাহাড়ের সবুজ যেন মিশে আছে জাদুকাটা নদীর স্বচ্ছ জলে। সূর্যের গতির সঙ্গে কখনো নীলাভ, কখনো সবুজ রং খেলা করে পাহাড়ি এই নদীতে। রঙের জাদুকরী এই খেলার জন্যই হয়তো বা নদীর নাম জাদুকাটা। ভরা বর্ষায় নদীর উন্মত্ততায় ভীত হয় ওঠে তীরবর্তী লাউড়ের গড় ও বারেকের টিলার আশপাশের বসিন্দারা। তবে শীত বা হেমন্তে নদী শান্ত রূপ ধারণ করে। এ সময় সকাল, দুপুর বা সন্ধ্যায় নদী ও এর আশপাশের নয়নাভিরাম দৃশ্য প্রকৃতিতে যোগ করে এক ভিন্ন মাত্রা, ছড়ায় মুগ্ধতার আবেশ। এই জাদুকাটা নদী ও এর আশপাশের নৈসর্গিক সৌন্দর্য এবং সেই সঙ্গে লাউড়ের গড়ে শাহ-আরপিনের মাজার ও সংলগ্ন নো-ম্যান্সল্যান্ড পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় ইদানীং ওই এলাকায় প্রায়ই পর্যটকরা ভিড় করেন।


বিশাল জাদুকাটার বুক এখন বালিতে ভরা। লাউড়ের গড় গ্রাম থেকে নদীর বুক ভরা বালির ঢিবির ওপর দিয়ে পায়ে হেঁটে বা মোটরসাইকেলে করে যেতে যেতে মাঝে মাঝে মনে হয় কোনো মরুর দেশে এসে পড়েছি। পশ্চিমে নদীর অপর তীর কয়েক কিলোমিটার দূরে। সেখানে অনেক শ্রমিক নদীর তলদেশ থেকে পাথর ও বালু আহরণ করে নৌকায় তুলছে। সে এক বিরাট কর্মযজ্ঞ। উত্তরে বিশাল খাসিয়া-জৈন্তা পাহাড় আর পাহাড়ের গায়ে সাদা সাদা বাড়ি এক অপূর্ব দৃশ্যপট রচনা করেছে। সেখানে দুটি পাহাড়ের মাঝখান দিয়ে ভারতের গুমাঘাটের সমতল থেকে জাদুকাটা নদী বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে। জাদুকাটা নদীর পানি এতটাই স্বচ্ছ যে তলদেশের নুড়ি আর বালি দেখা যায় স্পষ্ট। নদীর স্বচ্ছ জলরাশিতে অনেক সময় সাঁতার কাটতে নেমে পড়েন পর্যটক। হিমশীতল পানির স্পর্শে শিহরিত হন তারা। নদীর পূর্বতীর বালুতে ভরাট হয়ে পশ্চিম তীরের বারেক টিলার কূল ঘেঁষে বইছে। ফলে বারেকের টিলাটি বর্ষায় নদীর প্রবল স্রোতে হুমকির মুখে পড়ে।

সিলেট সমাচার
সিলেট সমাচার