ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
২৩১

নদী সংরক্ষণ প্রকল্প, কাজ করার পরও একাংশ নদীগর্ভে বিলীন হলো 

সিলেট সমাচার

প্রকাশিত: ২ জুলাই ২০১৯  

 


দোয়ারাবাজার উপজেলা পরিষদসহ আশপাশের অংশের ভাঙন ঠেকাতে তিন কোটি টাকার নদী সংরক্ষণ প্রকল্পের একাংশের কাজ সঠিকভাবে না হওয়ার অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা বলেছেন, এ কারণে ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে নদীর পানি বৃদ্ধি হলে নদীর পাড়ের ৭ টি দোকান এবং একটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। সুনামগঞ্জ পাউবো’র পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে কাজ সঠিকভাবে হয়েছে।

দোয়ারাবাজার উপজেলা পরিষদ ভবনসহ উপজেলা সদর সুরমা নদীর ভাঙন থেকে রক্ষার জন্য অস্থায়ীভাবে নদী সংরক্ষণের জন্য দরপত্র আহ্বান করা হয় গত বছরের মে মাসে। দুটি প্যাকেজের কাজের জন্য দুইবার দরপত্র আহ্বান করলেও একটি মাত্র ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকার আজমিরি বিল্ডার্স দরপত্রে অংশগ্রহণ করে। এই প্রতিষ্ঠানকেই নদী ভাঙনের দুটি প্যাকেজের কাজ দেওয়া হয়। একটি প্যাকেজে এক কোটি ৪৭ লাখ টাকায় ২৩০ মিটার এবং আরেকটি প্যাকেজে ১ কোটি ৫৭ লাখ টাকায় ২৫০ মিটার নদী সংরক্ষণ করার কথা ঠিকাদারী প্রতিষ্ঠানের। দুটি কাজই চলতি বছরের জানুয়ারিতে শেষ হবার কথা ছিল। 

জানুয়ারি পার হয়ে আরও ৬ মাস গেলেও দ্বিতীয় প্রকল্পের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজেও অনিয়মের অভিযোগ রয়েছে স্থানীয়দের। গুরুত্বপূর্ণ এই প্রকল্প নিয়ে এভাবে গাফিলতি করায়ই পানি আসতেই দোকানপাঃ নদীগর্ভে বিলীন হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

গত শুক্রবার ভারী বর্ষণ এবং উজান থেকে পাহাড়ী ঢল নামায় সুরমা নদীর পানি বৃদ্ধি পায়। ওই দিনই দোয়ারাবাজার উপজেলার নদী ভাঙন অংশের ফজলুল করিম, আজাদ মিয়া, হুসিয়ার আলী, মাসুক মিয়া, সুন্দর আলী ও মহিউদ্দিন মোল্লার দোকান নদীগর্ভে বিলীন হয়ে যায়। উপজেলা সদরের আব্দুর রশিদের বাড়িও ওইদিনই নদীগর্ভে বিলীন হয়।

ক্ষতিগ্রস্ত দোকানী ফয়জুল করিম জানালেন, ‘নদী সংরক্ষণ প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান নদীর পানি যখন কম ছিল তখন নীচের অংশে কিছু কাজ করেছে। কিন্তু উপরের অংশে তারা কোন কাজই করেনি। একারণে পানি আসতেই নদীর পাড়ে থাকা দোকানঘরের নীচের মাটি সরে গিয়ে নদীতে তলিয়ে যায়। একইভাবে অন্যান্য দোকানঘরগুলোও নদীগর্ভে বিলীন হয়।

দোয়ারাবাজার উপজেলা নদী ভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম জানালেন, নদী সংরক্ষণ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ খারাপ হয়নি। দ্বিতীয় পর্যায়ের কাজ দুইবার সময় বাড়িয়েও শেষ করেনি। এখনো নদী ভাঙন অংশে ফেলার জন্য ৭’শ বস্তা ভরাট করা অবস্থায় নদীর পাড়েই আছে। বস্তাগুলোর উপরে ৬ ফুট পানি। আমাদের দাবি পানি উন্নয়ন বোর্ড দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত কাজের বিল যেন ঠিকাদারকে পরিশোধ না করে।

সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী খুশী মোহন সরকার জানালেন, দোয়ারাবাজারে নদীর পাড় সংরক্ষণের অস্থায়ী কাজ করার সময় আমরা বলেছিলাম, ভাঙনের উপরের অংশের দোকানগুলো সরিয়ে নেওয়া হলে উপর থেকে বস্তা দিয়ে আসা যাবে। কিন্তু দোকানীরা তা মানেননি। কাজ সঠিকভাবেই হয়েছে। কেবল উপরের সামান্য অংশে বস্তা দেওয়া যায়নি। বস্তা প্রস্তুত ছিলো, হঠাৎ করে ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে নদী টইটম্বুর হয়ে পাড় ডুবে যাওয়ায় বস্তা দেওয়া যায়নি।

সিলেট সমাচার
সিলেট সমাচার