ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
২১০

চিন্তিত হাওরের কৃষকরা

সিলেট সমাচার

প্রকাশিত: ৭ মে ২০১৯  

ফণী’র প্রভাবে সীমান্তের ওপারের মেঘালয় থেকে নেমে আসা পানিতে দুর্ভোগে পড়েছেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার অসংখ্য কৃষক। বৃহৎ শনির হাওর এবং করচার হাওরে এখন থৈ-থৈ পানি। এই হাওরে জমি রয়েছে বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার কৃষকদের।

নদীর পানি স্থিতিশীল থাকলেও বাঁধ ভেঙে যাওয়া শনি, মাটিয়ান, হালি, করচা, সোনমোড়ল ও ঘুরমা হাওরে পানি ক্রমশ বাড়ছেই। উঁচু এলাকার জমিও গত দুই দিনে তলিয়ে গেছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, পানি ঢুকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শনি ও করচার হাওরপাড়ের কৃষকদের।

তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বললেন,‘শনির হাওরপাড়ের অপেক্ষাকৃত উঁচু এলাকার জমিও ডুবে গেছে। হাওরপাড়ের সাঁতগাও, বসনপুর, বারুংকা, পাথারি, আনোয়ারপুর, দক্ষিণকূল, হোসেনপুর ও চিকশা গ্রামের কৃষকরা পরিবারের সদস্যদের নিয়ে পানির নীচ থেকে ডুব দিয়ে ধান কাটার চেষ্টা করছেন।’ এই হাওরের জামালগঞ্জ অংশের কিছু গ্রামবাসীর জমি পানিতে ডুবে গেছে। এঁরা চেষ্টা করেও ডুবন্ত ধান কেটে আনতে পারেন নি।

জামালগঞ্জের বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসিম তালুকদার বলেন, ‘শনির হাওরে জামালগঞ্জের রাধানগর, শিবপুর, রহমতপুর, ইসলামপুর, তিল খৈ, প্রকাশনগর গ্রামের কৃষকরা ধান কাটতে পারেন নি। এখন ধানী জমিতে ডুব সমান পানি, এই ধান কাটা সম্ভব হয়নি।’

করচার হাওরপাড়ের বিশ্বম্ভরপুর উপজেলার পিয়ারিনগর, পদ্মনগর, ধরেরপাড়, আধুখালি, আলীপুর, রামপুর ও ভাতেরটেক গ্রামের কৃষকরা সোমবার অপেক্ষাকৃত উঁচু জমির পানির নীচে থাকা ধান কেটেছেন।
পিয়ারিনগরের কৃষক পিযুষ দাস জানালেন, শ্রমিক পাননি, ৩ কেয়ার (এক একর) জমির ধান পরিবারের অন্য সদস্যদের নিয়ে ডুবিয়েই কেটেছেন। ধান কেটে এনে পড়েছেন আরেক বিপদে শুকানোর স্থানও নেই। সড়কের উপর আগে থেকেই অন্যরা ধান শুকাতে দখলে নিয়েছেন।’

সাঁতগাঁও গ্রামের রমেশ দাসও ছেলেকে নিয়ে সোমবার সারাদিনই ডুবিয়ে ধান কেটেছেন। বললেন,‘৪ কেয়ার জমির ধান ডুবেছে, এই ধান দিনমজুর দিয়ে কাটানোও যাবে না। এজন্য নিজের ছেলেকে সঙ্গে নিয়ে কাটার চেষ্টা করছেন। কিন্তু হাওরে যে ঢেউ এভাবে থাকলে কেটে আনাও সম্ভব হবে না।’

এই হাওরপাড়ের কৃষকরা জানালেন, ডুবে যাওয়া ৬ টি হাওরের কয়েক’শ কৃষক পানির নীচের ধান কেটে আনতে এখনো প্রাণান্তকর চেষ্টা করছেন। এদের বেশিরভাগই প্রান্তিক কৃষক।
সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বশির আহমদ বলেন,‘সোমবার করচার হাওরের কিছু উঁচু এলাকার ধানও ডুবেছে। ব্রি-২৯ জাতের এসব ধান ডুবিয়ে কাটছেন কৃষকরা। অন্য কোন হাওরে এমন অবস্থা নেই।’

সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক বললেন,‘নদীর পানি সোমবার বাড়েনি। ২৩ সেন্টিমিটার কমেছে। সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে এই সময়ে বিপদ সীমা ৬.০৪ সেন্টিমিটার। সোমবার বিকাল ৩ টায় পানি প্রাবহিত হয়েছে ৫. ৬১ সেন্টিমিটার উপর দিয়ে।

সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন,‘সুনামগঞ্জে পানি বাড়ার আশংকা নেই। আগামী ১০ দিনের মধ্যে ১৪ এবং ১৫ মে বৃষ্টি একটু বেশি হবে। তবে ১০ দিনের গড় বৃষ্টি ৮ থেকে ১০ মিলিমিটারের বেশি নয়। আসাম-মেঘালয়ে খুব বেশি বৃষ্টি হবে না।’
 

সিলেট সমাচার
সিলেট সমাচার