ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
২১০

পাশ করেছে জগন্নাথপুরের সেই দৃষ্টিহীন চয়ন 

সিলেট সমাচার

প্রকাশিত: ৭ মে ২০১৯  

অন্ধকারেই যেন আলো ফুটালো চয়ন। দৃষ্টিহীন এ শিক্ষা সংগ্রামী এবারের এসএসসি পরীক্ষায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়ে কৃতকার্য হয়েছে। ফলাফলে খুশি চয়ন তালুকদার। তার খুশিতে খুশি পরিবারের লোকজন, শিক্ষক, বন্ধু-বান্ধবসহ এলাকাবাসী। 

গতকাল সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, জিপিএ ৩.৬ পেয়ে মানবিক শাখা থেকে চয়ন তালুকদার পাস করেছে। চয়ন এ প্রতিবেদককে জানায়, ছোট বেলা থেকেই পড়াশুনার প্রতি তার প্রচন্ড আগ্রহ। পরীক্ষায় পাস করায় ভালো লাগছে। তবে ফলাফল আরো ভালো হলে বেশি আনন্দ পেতাম। তারপরও খুশি। চয়ন আরো জানায়, তাকে মুখে পড়া বলে দেওয়া হতো, তা শুনে সে মুখস্থ করতো। আবার সে মুখে বলে দিতো এবং অন্যজন তা লিখে দিতো । একাজে তাকে বেশি সহযোগিতা করে আসছে তার ছোট বোন মৌসুমী তালুকদার। সেও এবারের এসএসসি পরীক্ষায় একই বিদ্যালয় থেকে মানবিক শাখা থেকে ২.৫০ নম্বর পেয়ে পাশ করেছে। 

চয়নের বোন মৌসুমী তালুকদার জানায়, ভালো লাগছে আমরা দু’জন একই বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছি। বেশি আনন্দ পাচ্ছি, আমার ভাই পাস করেছে এজন্য। সে দৃষ্টি প্রতিবন্ধী হলেও পড়াশুনায় ভালো। চয়ন তালুকদারকে এবারের এসএসসি পরীক্ষায় তারই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মাজহারুল ইসলাম শ্রুতি লেখন পদ্ধতিতে লেখায় সহযোগিতা করেছে। সে জানায়, চয়ন শুধু মুখে উত্তর বলে দিতো আর আমি লিখে দিতাম। সে একজন ভালো ছাত্র। সে পাশ করায় আমার খুবই আনন্দ লাগছে। 

চয়নের বাবা নিতাই তালুকদার বলেন, চয়ন জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। ছোটবেলা থেকেই পড়াশুনায় তার আগ্রহ ছিল। এবারের এসএসসি পরীক্ষায় ভাই বোন পাশ করায় আমরা আনন্দিত হলেও দরিদ্রতার সংসারের তাদের পড়াশুনার খরচ চালানো নিয়ে কিছুটা চিন্তিত রয়েছি। 

আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দাস বলেন, ইচ্ছাশক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা পরাজিত হয়েছে। চয়ন তার প্রমাণ। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরও চয়ন এসএসসি পরীক্ষায় পাস করেছে তাতে আমরাও খুশি। চয়ন শ্রুতি লেখন পদ্ধতিতে বোর্ডের নির্দেশনা অনুয়ায়ী পরীক্ষা দিয়েছে বলে তিনি জানিয়েছেন। 

জানা যায়, জগন্নাথপুর পৌরশহরের পশ্চিম ভবানীপুর গ্রামের কৃষক নিতাই তালুকদারের ছেলে চয়ন তালুকদার ও তার ছোট বোন মৌসুমী তালুকদার এবছর শহরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তিন ভাই ও দুই বোনের মধ্যে চয়নের অবস্থান তিনে। জন্ম থেকেই সে অন্ধ। কিন্তু পড়াশুনায় তার আগ্রহ প্রচন্ড। পরিবারের লোকজনের সহযোগিতায় লেখাপড়া চালিয়ে যাচ্ছে সে। একাজে তাকে বেশি সহযোহিতা করেছে তারই সহপাঠী আপন ছোট বোন মৌসুমী তালুকদার।
 

সিলেট সমাচার
সিলেট সমাচার