ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৫১

পেনশন স্কিমে সবাইকে যুক্ত করতে কানাইঘাটে নানামুখী উদ্যোগ

সিলেট সমাচার

প্রকাশিত: ১০ মে ২০২৪  

সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে কানাইঘাট উপজেলার বিভিন্ন পেশার লোকজন সহ সর্বস্তরের মানুষকে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন।

 

ইতিমধ্যে কানাইঘাটের জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যমকর্মী, সমবায় ভিত্তিক সংগঠনের সদস্য, কৃষক, শ্রমিক সহ সর্বস্তরের ৩’শ ৪২ জন সর্বজনীন পেনশন স্কিমের আওতা ভুক্ত হয়েছেন। প্রতিদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার সর্বস্তরের নাগরিকবৃন্দকে পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে সভা ও মতবিনিময় করে যাচ্ছেন।

 

নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের তৎপরতার কারনে ইতিমধ্যে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ পেনশন স্কিমে যুক্ত হচ্ছেন। নাগরিকরা যাতে করে সহজে পেনশন স্কিমে অর্ন্তভুক্ত হতে পারেন এজন্য ৯টি ইউনিয়ন ও পৌরসভার তথ্য সেবা কেন্দ্র ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পাশাপাশি বিভিন্ন দপ্তরে পেনশন সেবা স্কিম চালু করা হয়েছে।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সাথে কথা হলে তিনি বলেন, সর্বজনীন পেনশন স্কিমের সুবিধার কথা তুলে ধরে সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং কানাইঘাটের অনেকে ইতিমধ্যে পেনশন স্কিমে যুক্ত হয়েছেন। যাতে করে সমাজের নানা শ্রেণিপেশার মানুষ থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণ সরকারের এ মহৎ কার্যক্রমে সম্পৃক্ত হতে পারে এজন্য মানুষকে উদ্বুদ্ধ ও বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

 

উল্লেখ্য, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৩ সালের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে চারটি স্কিম দিয়ে সর্বজনীন পেনশন স্কিম যাত্রা শুরু করে।

 

পরবর্তীতে স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য 'প্রত্যয়' স্কিম চালু করা হয়েছে, যা এ বছরের ১ জুলাই থেকে এসব প্রতিষ্ঠানে যোগ দেওয়া কর্মচারীদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে কার্যকর হবে।

 

সর্বজনীন পেনশনকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে 'সর্বজনীন পেনশন কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় কমিটি' গঠন করা হয়েছে এবং মাঠ প্রশাসনকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার