ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
২০৭

শ্রমিক সংকটে কৃষকের বন্ধু কম্বাইন হারভেস্টার

সিলেট সমাচার

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪  

হাওরাঞ্চল সুনামগঞ্জের শান্তিগঞ্জে আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। নতুন ধান ঘরে তুলতে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। এই মুহুর্তে দম ফেলার ফুরসত নেই কারোরই। তবে ফলন ভালো হলেও শ্রমিক সংকট এবং অধিক মজুরির কারণে ধান তোলা নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। অতিরিক্ত অর্থ দিয়েও মিলছে না শ্রমিক। কৃষকের এই দুর্দিনে বন্ধুর ভূমিকা পালন করছে ধান কাটার আধুনিক যন্ত্র- কম্বাইন হারভেস্টার মেশিন। 

 

জানা যায়, বিগত বছরগুলোতে ধান কাটার সময় সিলেটের কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট, ফেঞ্চুগঞ্জ, ভোলাগঞ্জ, গোলাপগঞ্জ, জৈন্তাপুর সহ বিভিন্ন এলাকা থেকে ধান কাটার জন্য শ্রমিকরা শান্তিগঞ্জে আসতো। কিন্তু গতবছর থেকে সেই এলাকার শ্রমিকরা আর আসেননি। আসলেও প্রয়োজনের তুলনায় অনেক কম। তাই এই বছর ধান কাটা নিয়ে শ্রমিক সংকটে পড়তে হয়েছে কৃষকদের। 

 

কৃষকের এই চরম দুর্দিনে ধান কেটে ঘরে তুলার ভরসা হয়ে দাঁড়িয়েছে কম্বাইন হারভেস্টার মেশিন। শান্তিগঞ্জে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ধান কাটার এই আধুনিক যন্ত্র। অল্প সময় ও কম খরচে দ্রুত ধান মাড়াইয়ের এবং রাতেও ধান কাটার সুবিধা থাকায় আধুনিক এই যন্ত্রটি এখন কৃষকদের আস্থা অর্জন করেছে। তবে হাওরে যে পরিমান হারভেস্টার মেশিন ধান কাটছে তা প্রয়োজনের তুলনায় কম৷ শ্রমিক সংকটের কারণে এর চাহিদা বেশি। তাই হারভেস্টারের চাহিদা বাড়ানোর দাবি কৃষকদের। 

 

উপজেলা কৃষি বিভাগের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে শান্তিগঞ্জের বিভিন্ন হাওরে ২২ হাজার  ৬৫৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এই হিসেবে চাল হবে ৯৫ হাজার মেট্রিক টন। যার বাজার মূল্য ৩৮০ কোটি টাকার উর্ধে। আবহাওয়া অনুকূলে থাকায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের।

 

কৃষকরা বলেন, শ্রমিক সংকটে আমাদের আশা জাগিয়েছে কম্বাইন হারভেস্টার মেশিন। এই যন্ত্র দিয়ে অল্প সময়ে ধান কাটা হয়ে যায় এবং খরচও অনেক কম। কম খরচে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াই করতে পেরে অনেকটাই স্বস্তি পাচ্ছি আমরা।

 

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ বলেন, এখন মানুষ বিভিন্ন পেশা গ্রহণ করায় আগের মতো শ্রমিক পাওয়া যাচ্ছে না৷ তাই একটু সমস্যা হয়। এই মুহুর্তে শান্তিগঞ্জে ৭৮ টি কম্বাইন হারভেস্টার মাঠে ধান কাটছে, বাইরের জেলাগুলো থেকে আরও কম্বাইন হারভেস্টার আসবে আশা করা যায়। তবে সামনের দিনগুলোতে ভর্তুকি মূল্যে আরও মেশিন বিতরণের পরিকল্পনা সরকারের আছে। ফলে ধান কর্তন আরও সহজ হবে।

সিলেট সমাচার
সিলেট সমাচার