ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৩০

বেপরোয়া টমটমে নাকাল ছাতক পৌরবাসী

সিলেট সমাচার

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৪  

শিল্পনগরী হিসেবে পরিচিত ছাতক শহরের গুরুত্বপূর্ণ প্রতিটি সড়কে চলছে ব্যাটারিচালিত টমটম ও সিএনজিচালিত অটোরিকশার দাপট। তবে এ ক্ষেত্রে শুধু টমটম মালিক নয় বরং ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের গাফিলতিকেই বেশি দায়ী করছেন পৌরবাসী।


এসব টমটমের বেপরোয়া চলাচল ও যত্রতত্র পার্কিংয়ের কারণে পৌর শহরের সড়কগুলোতে তীব্র হচ্ছে যানজট। তবে এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পৌরবাসীর পক্ষ থেকেও বিভিন্ন সময় দাবি জানানো হয়েছে। তবে সবকিছুই মুখ থুবড়ে পড়ে আশ্বাসের দুয়ারে। এমন পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে শহরের বাসিন্দাদের মধ্যে। একই সঙ্গে সড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি পৌরসভা কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

পৌরবাসী বলছেন, টমটম ও অটোরিকশার সংখ্যা বাড়ায় সড়কে চাপ বাড়ছে। প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের নাকের ডগা দিয়ে চলছে। 

স্থানীয়দের অভিযোগ, সড়ক ও শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অনিয়ন্ত্রিতভাবে রাখা হয় এসব টমটম ও অটোরিকশা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। তবে এ ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্টদের।জানা গেছে, পৌরসভার বিভিন্ন সড়কে প্রতিদিন তিন শতাধিক ব্যাটারিচালিত টমটম চলছে। সড়কের নিয়মনীতি না মেনেই চালকরা টমটমগুলো চালাচ্ছেন। দক্ষতা না থাকায় তাদের গাড়ি চালানোর গতি বেপরোয়া। অধিকাংশ চালকের বয়স ১৮ বছরের নিচে। এসব টমটমের জন্য সুনির্দিষ্ট কোনো স্ট্যান্ড না থাকায় চালকরা ইচ্ছামতো গাড়ি রাখেন।

 

সরেজমিন পশ্চিমবাজার, মধ্যবাজার, বালিকা বিদ্যালয়, ট্রাফিক পয়েন্ট, পানহাটা, আখড়াসংলগ্ন এলাকা, সিমেন্ট কারখানা খেয়াঘাট, নোয়ারাই পাবলিক খেয়াঘাট, কালীবাড়ি ও তাহির প্লাজাসংলগ্ন ব্যস্ত এলাকাগুলো ঘুরে দেখা যায়, এখানকার একাধিক পয়েন্টে এলোমেলোভাবে রাখা হয়েছে ব্যাটারিচালিত টমটমগুলো। এতে সড়কে যান চলাচলের স্বাভাবিক অবস্থা বিঘ্নিত হচ্ছে।

এদিকে এ সমস্যা সমাধানে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত টমটম নিয়ন্ত্রণে স্থানীয়দের নিয়ে পৌর মেয়রের কয়েক দফা বৈঠকের কথা জানা গেছে। এ ছাড়া একাধিক মতবিনিময় সভাও করেছেন পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। এসব সভায় বিশেষ কারণ ছাড়া শহরের ভেতরে টমটম ও অটোরিকশা চলাচল না করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা ও গাড়ি রাখার ক্ষেত্রে করণীয় সম্পর্কে আলোচনা হয়। এর মধ্যে কিছু সংখ্যক ব্যাটারিচালিত গাড়ি পৌরসভা কর্তৃক অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।শহরের ব্যবসায়ী কামাল উদ্দিন জানান, টমটম সড়কে চলাচল নিয়ে প্রতিদিনই কোনো না কোনো স্থানে সমস্যা হচ্ছে। এসব নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের তৎপরতা ও লোকবল বাড়ানো জরুরি।ছাতক পৌরসভার ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা সার্জেন্ট আল আমিন জানান, ট্রাফিক পুলিশের লোকবল স্বল্পতায় দায়িত্ব পালন করা অনেকটাই কষ্টকর হয়ে পড়েছে। এরপরও আইন অমান্যকারী ব্যাটারিচালিত টমটমগুলোর বিরুদ্ধে অভিযান চলছে।


পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী জানান, পৌর সভার পক্ষ থেকে টমটম গুলোকে ট্যাক্সের আওতায় এনেছি। তাছাড়া পৌরসভার পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া শেষ। আগামী এক সপ্তাহের ভিতরে টমটম গুলো আর বাজারে ডুকতে পারবে না। তখন আর যানজট থাকবে না।

সিলেট সমাচার
সিলেট সমাচার