ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১১২

সিলেটের লালাদিঘিরপার হকার্স মার্কেট ফাঁকা, প্রচারে ব্যবসায়ীরা

সিলেট সমাচার

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৪  

অন্যান্য বছরের এমন সময়ে সিলেটের ফুটপাত থেকে রাজপথ পর্যন্ত প্রায় জমজমাট থাকতো। হাঁটাচলাও ছিল দায়। ক্ষুদ্র পোশাক ব্যবসায়ী ও তাদের কাষ্টমারদের হইচই চলত দুপুর থেকে সেহরির সময় পর্যন্ত। 

 

এবার আর তা চোখে পড়ছেনা। ফাঁকা ফুটপাত। হকার্সদের স্থান দেয়া হয়েছে লালদিঘিরপারে। তবে সেখানে রীতিমতো হাহাকার চলছে। বিশেষ করে কাপড় ব্যবসায়ীদের মধ্যে। বিক্রেতা থাকলেও নেই ক্রেতা! বিক্রেতাদের চোখ মুখ শুকনো। তবে মেয়র নয়, এ অবস্থার জন্য তারা দায়ী করছেন পর্যাপ্ত প্রচারণার অভাবকে।

 

সিলেট সিটি কর্পোরেশনের ফুটপাত থেকে রাজপথ পর্যন্ত একসময় হকারদের দখলে ছিল। এ নিয়ে অনেক কিছু ঘটে গেছে। রাজপথে মিছিল সভা সমাবেশ যেমন হয়েছে, তেমিন আদালতের নির্দেশনাও ছিল। কিন্তু তবু হকার্সমুক্ত হচ্ছিলনা আধ্যাত্মিক এ নগরী। আর তাই গত নির্বাচনে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসাবে আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, নগরীর ফুটপাত হকার মুক্ত রাখা।

 

তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজও করছেন। হকারদের জায়গা দিয়েছেন লালদিঘিরপারে। সেখানে তাদের জন্য সুযোগ সুবিধাও বাড়িয়েছেন কয়েকগুণ। অবশ্য এ উদ্যোগ আগের মেয়রের সময়ের হলেও তিনি সেখানে হকারদের নিয়ে যেতে ব্যর্থ হয়েছিলেন। কারণ ছিলো সুযোগ সুবিধার অভাব।

 

এবার হকাররা সেখানে অবস্থান নিয়েছেন। যে সুযোগ সুবিধা তাদের দেয়া হয়েছে, তা আরও বাড়ানো হচ্ছে। কাজও চলছে। তবে এবার ঈদে লালদিঘিরপার ক্রেতাশূণ্য থাকায় চরম অসন্তোষ বিরাজ করছে হকারদের মধ্যে। তারা দায়ী করছেন প্রচারনার অভাবকে। প্রতিদিন নগরীর রাজপথে মাইকিং করে সাধারণ মানুষকে লালদিঘিরপারে হকারদের অবস্থানের কথা জানালে জমে উঠতো পোশাকের দোকানগুলো। হকারদের মুখেও হাসি ফুটতো।

 

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক হকার জানিয়েছেন, আমরা সারা বছর হকার্স সমিতিগুলোকে চাঁদা দেই। বিভিন্নভাবে বিভিন্ন উপলক্ষে চাঁদা দেয়ার পরেও এবার ঈদুল ফিতরে কেবল প্রচারণার অভাবে আমাদের ব্যবসা লাঠে উঠেছে। এমনও অবস্থা চলছে যে, কোনো কোনোদিন বনিও করতে পারছিনা।

 

তারা এ ব্যাপারে লেখালেখির মাধ্যমে সহযোগীতার আহ্বান জানান।

 

বিষয়টি নিয়ে আলাপকালে সিলেট মহানগর হকার্স ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি রকিব আলী বলেন, প্রতিদিন মাইকিং করা যেতো। কিন্তু টাকা পয়সার অভাবে তা হয়ে উঠেনি। তবে আমরা চেষ্টা করছি, দু’একদিনের মধ্যে প্রচারণা শুরু হবে।

 

হকার্সদের চাঁদার টাকা নিয়ে আলাপকালে রকিব আরও বলেন, এক বছর আগে ফাণ্ডের টাকাগুলো হকার্সদের হাতে তুলে দেয়া হয়েছে। এখন ফাণ্ডে কোনো টাকা নেই। তবে আমরা প্রচারণার চেষ্টা করছি এবং তা অচিরেই শুরু হবে।

 

সিলেট মহানগর হকার্স ঐক্যকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক খোকনও রকিবের সাথে একমতপোষণ করে বলেন, আমরার লগে সিটি কর্পোরেশন এবং আফনারা সাংবাদিকরাও প্রচরণার লাগি সাহায্য করইন ভাই।

সিলেট সমাচার
সিলেট সমাচার