ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
২০২

সিলেটে দুর্ঘটনায় মরণ ফাঁদ রাত্রিকালীন বিমানবন্দর সড়ক

সিলেট সমাচার

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৪  

প্রায় প্রতিদিন এক-দুটো দুর্ঘটনায় সিলেটে মরণ ফাঁদ হয়ে ওঠেছে রাত্রিকালীন বিমানবন্দর সড়ক।  সিলেট আম্বরখানা-বিমানবন্দর সড়ক। আঁকাবাঁকা সড়কের দুইপাশে চা-বাগান। সবুজের সমারোহতে অপরুপ সৌন্দর্য্য দেখে মুগ্ধ হন দেশী-বিদেশী অসংখ্য পর্যটক। কিন্তু দিনের বেলায় এই সৌন্দর্য্য যতটা মনোমুগ্ধকর ঠিক রাতের বেলায় হয়ে উঠে আতঙ্কের।

সড়কে মৃত্যু, বেপরোয়াভাবে মোটরসাইকেল চলাচল, মাদক সেবন থেকে শুরু করে নানা অপর্কমের ‘নিরাপদ’ রোড পরিণত হয় এই বিমানবন্দর সড়ক।

সর্বশেষ বুধবার বিকেলে এই সড়কের মালনীছড়া চা-বাগান এলাকায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সড়কে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলটি ধাক্কা খেলে ঘটনাস্থলেই মারা যান এক যুবক। এ ঘটনায় গুরুতর আহত অপর আরেকজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

গত বছরের ২৯ অক্টোবর রাত নয়টার দিকে পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বোরহান উদ্দিন (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তা মারা যান। বিমানবন্দর সড়কে সিএনজিচালিত অটোরিকশায় করে কর্মস্থল আম্বরখানা ফাঁড়ির দিকে যাওয়ার সময় অটোরিকশাটি আম্বরখানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চৌহাট্টাগামী এক পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুত্যু হয় এই পুলিশ সদস্যের।

সিলেট শহরের আম্বরখানা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ‘বিমানবন্দর সড়ক’ হিসেবে ধরা হয়ে থাকে। এই সড়কের দুই পাশে মালনীছড়া চা-বাগান ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবস্থান রয়েছে। এছাড়া কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট উপজেলার সংযোগ সড়ক রয়েছে।  দেশের অন্যতম পর্যটন এলাকা সাদাপাথরের যাতায়াত করতে হয় এই সড়ক দিয়ে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যা হওয়ার পর থেকে এই সড়কে উসৃঙ্খল তরুণদের বেপরোয়াভাবে চলাচল বেড়ে যায়। উচ্চ সুরে মোটরসাইকেলের সাইরেন বাজিয়ে সড়কে দাপিয়ে বেড়ায় তারা। এতে দুর্ঘটনাও ঘটে অহরহ। মদ্যপান করে মাতলামি করতেও অনেক তরুণদের দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক নগরীর খাসদবীর এলাকার এক বাসিন্দা বলেন, ‘সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত আম্বরখানা থেকে বিমানবন্দর পুরো সড়ক ভয়ঙ্কর হয়ে উঠে। মাদকসেবক করে কম বয়সী ছেলেরা মোটরসাইকেল ও কারে বেপরোয়াভাবে গাড়ি চালায়। এতে সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরী হয়।’

এ ব্যাপারে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজিত চক্রবর্তী বলেন, ‘আম্বরখানা-বিমানবন্দর সড়কে পুলিশী টহল নিয়মিত অব্যাহত আছে। আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের জানমাল নিরাপত্তার স্বার্থে পুলিশ কাজ করে যাচ্ছে।’

সিলেট সমাচার
সিলেট সমাচার