ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • রোববার ১৩ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৮ ১৪৩১

  • || ০৮ রবিউস সানি ১৪৪৬

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৪৯০৭

ব্যারিস্টার সুমনের ডাকে পুরাতন খোয়াই পরিষ্কারে ৬৫০ স্বেচ্ছাসেবী

সিলেট সমাচার

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৪  

চুনারুঘাট পুরাতন মরা খোয়াই নদী পরিষ্কারে দেশের অন্যতম সেচ্ছাসেবী যুব সংগঠন 'বিডি ক্লিন'-এর ৬৫০ জন স্বেচ্ছাসেবীদের সাথে নদীতে নেমে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছেন চুনারুঘাট-মাধবপুরের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত দীর্ঘ ৯ ঘন্টা চলে পুরাতন খোয়াই নদীর বর্জ্য অপসারণের কাজ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 'বিডি ক্লিন'-এর ৬৫০ জন স্বেচ্ছাসেবী বর্জ্য অপসারণের কাজে অংশগ্রহণ করেন। তাদের সাথে দুপুর ২টায় মরা নদীর দূষিত পানিতে ঝাপিয়ে পড়ে কাজে অংশগ্রহণ করেন সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। তিনি কিছু সময় 'বিডি ক্লিন'র সাথে ময়লা অপসারণের কাজ করেন।

এ ব্যাপারে সংসদ সদস্য ব্যারিস্টার সুমন 'বিডি ক্লিন'র সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, 'তাঁরা তো বাপের কাজ করেছে। পৃথিবীতে বাবা যেভাবে সন্তানের দায়িত্ব নিয়ে কাজ করে ঠিক তেমনি 'বিডি ক্লিন' মরা নদীর বর্জ্য অপসারণ করে বাবা'র দায়িত্ব পালন করেছে।'

এদিকে পৌর মেয়র সাইফুল আলম রুবেল বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে বলেন, এ কাজে পৌরসভা থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

মরা নদীর বর্জ্য পরিচ্ছন্নতা কর্মীরা টেনে টেনে নদীর একটি পাশে স্তুপ করে রাখে। সেখান থেকে নিরাপদ দুরত্বে ময়লা নিতে ব্যবহার করা হয় দুটি এক্সেভেটর, ৬টি ট্রাক্টর ও পৌরসভার একটি ডাম ট্রাক।

"বিডি ক্লিন'র সিলেট বিভাগীয় সমন্বয়কারী মো. বদরুল আলম বলেন, বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন। যা বাংলাদেশকে পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি দেশব্যপী প্রতি সপ্তাহের শুক্রবার একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করে তা পরিষ্কার করে ও তার আশপাশে থাকা মানুষদের পরিচ্ছন্ন বাংলাদেশের সুফল সম্পর্কে অবহিত করে। এমনকি তাদের মাঝে সচেতনতাও তৈরী করে এবং যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থান তথা ডাস্টবিন এ ফেলতে উদ্বুদ্ধ করে। এমপি ব্যারিস্টার সুমন তাদেরকে মরা নদীর বর্জ্য অপসারণে সহযোগিতার কথা বললে তারা শুক্রবার সারাদিন ৬৫০ জন স্বেচ্ছাসেবী নিয়ে চুনারুঘাট পুরাতন মরা খোয়াই নদীর বর্জ্য অপসারণ কাজে অংশগ্রহণ করেন।'

এদিকে, 'বিডি ক্লিন'র পরিচ্ছন্নতা কর্মীদের নিরাপত্তা দিতে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম দিনব্যাপী কাজ করে। এছাড়াও ৬জনের একটি মেডিকেল টিম কাজের শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থেকে স্বেচ্ছাসেবীদের সেবা প্রদান করে।

সিলেট সমাচার
সিলেট সমাচার