সিলেট-৬: ‘সমঝোতার বলি’ হচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী!
সিলেট সমাচার
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩
আর মাত্র ৭ দিন পরই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে সিলেটের একটি গুরুত্বপূর্ণ আসন হলো সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার)। কারণ এখানে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী ও আওয়ামী লীগের ঘরানার প্রার্থী ঈগল প্রতীকের সরওয়ার হোসেনসহ ৬জন প্রার্থী। তবে ভোটারদের মাঝে আলোচনা নাহিদ, সারোয়ার ও শমসেরকে নিয়ে। এখানে সময় যত গড়াচ্ছে তাতেই ক্ষণে ক্ষণে বদলাচ্ছে এই আসনের ভোটের সমীকরণ।
তবে গতকাল থেকে নতুন করে এই আসন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের শুরুতেই এ আসনে নৌকার প্রার্থী নিয়েও বিভিন্ন জল্পনা কল্পনা ও নানা গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত আওয়ামী লীগ দলীয় মনোনয়ন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকেই দিয়েছিল। কিন্তু নতুন করে আবারও আরেকটি গুঞ্জন রটেছে। এই আসনটি বিয়োগ করা হবে। তা নাকি তৃণমূল বিএনপির শমসের মবিন চৌধুরীর জন্য। তাহলে কি সমঝোতার বলি হয়ে যাবেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ! শুক্রবার দিনভর মানুষের মুখে মুখে আলোচনা ছিল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে নিয়ে।
আলোচনার শুরুটা বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবার গোলাপগঞ্জে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন নুরুল ইসলাম নাহিদ। হঠাৎ কেন্দ্র থেকে জরুরি তলব করা হয় তাকে। দুপুর ১২টায় বিমানের ফ্লাইট ধরে ঢাকায় যান তিনি। প্রায় ৪০ মিনিট তাকে নিয়ে বৈঠক করা হয়। বৈঠকে কি কথা হয়েছে জানা যায়নি। তবে বৈঠক শেষে নুরুল ইসলাম নাহিদ তার নেতাকর্মীদের জানিয়েছেন তিনি নির্বাচনের মাঠে রয়েছেন।
এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বক্তব্য জানার চেষ্টা করলেও পাওয়া যায়নি বক্তব্য।
এর আগে গত বুধবার ঢাকায় যান তৃণমূল বিএনপির সভাপতি শমসের মবিন চৌধুরীও। ঢাকা সফরে কার সঙ্গে কোথায় আলোচনা করেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।
তবে তিনি ব্যক্তিগত কাজে ১২ ঘণ্টার সফরে ঢাকায় গিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূল বিএনপি’র গোলাপগঞ্জের আহ্বায়ক সানাউর রহমান।
ভোটের মাঠে তৃণমূল বিএনপি’র প্রার্থী ও দলের চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পক্ষে বেশিসংখ্যক সিএনজি চালিত অটোরিকশা মাইকিংয়ের জন্য প্রচারণায় নামে। এছাড়া নতুন করে এলাকায় পোস্টারিং করা হচ্ছে। নির্বাচনের মাঠে ভোটারের নজর কাড়তে প্রার্থী নিজেও প্রতিদিন একাধিক স্থানে উঠান বৈঠক, গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এদিকে শুক্রবার রাত ৮টায় তৃণমূল বিএনপির চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরীর পক্ষে গোলাপগঞ্জ উপজেলার আওয়ামী ঘরানার বড় একটি অংশ প্রচারণায় প্রকাশ্যে নেমে যাওয়ায় গুঞ্জন নতুন মোড় নিয়েছে।
তারা গোলাপগঞ্জ পৌর শহরের একটি অভিজাত সেন্টারে সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শমসের মবিন চৌধুরীর পক্ষে একটি সভা করে। এই সভায় উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের একটি বড় অংশ উপস্থিত হয়।
এই নির্বাচনী সভা গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুকন উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খায়রুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী আঁশের প্রার্থী শমসের মবিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম চৌধুরী রিপন, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, সদস্য ওজিউর রহমান ছানা, আব্দুল হান্নান, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, পৌর কাউন্সিলর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, শ্রমীক লীগের সভাপতি আব্দুল মন্নান।
সভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, সিলেট-৬ আসনে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাতে উন্মুক্তভাবে কাজ করতে পারেন এজন্য কেন্দ্রীয় নেতাকর্মীরা নির্দেশ দিয়েছেন। এছাড়াও তৃণমূল বিএনপির সভাপতি বীর বিক্রম শমসের মবিন চৌধুরীর পক্ষেও কাজ করার নির্দেশনা আছে বলেও তারা জানান।
সভায় তৃণমূল বিএনপির সভাপতি সোনালী আঁশের প্রার্থী শমসের মবিন চৌধুরী বলেন, সবাইকে নিয়ে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনকে এগিয়ে নিতে চাই। এই আসন বিগত দিন অনেকটা উন্নয়ন বঞ্চিত ছিল। অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা খুবই নাজেহাল। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আমার পক্ষ সমর্থন দেওয়ায় আমি সকল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই।
সভায় আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, সদস্য নুরুল ইসলাম, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশাহিদ আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দিপন, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম রহমান সানিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েক শতাধিক নেতৃবৃন্দ।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির প্রার্থী, সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিন (লাঙল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা (ছড়ি), ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান (মিনার)। এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৭৫৩ জন। তন্মধ্যে ২ লাখ ৩৭ হাজার ৪৯৪ জন পুরুষ ভোটার, ২ লাখ ৩৫ হাজার ২৫৮ জন নারী ভোটার এবং ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার।
- নতুন ইসি এখনই হচ্ছে না
- জনগণের সরকার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: তারেক রহমান
- ‘পার্শ্ববর্তী দেশগুলোর ওপর ভারতের প্রভুত্ব কারো জন্য শুভ নয়’
- কুইক রেন্টালের নামে পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা
- ভুটান সফর শেষে দেশে ফিরেছেন জামালরা
- আশুলিয়ায় ফের অস্থিরতা, ৭৯ কারখানা বন্ধ
- এস আলমের লাখ কোটি টাকা ঋণ, ব্যাংকে জমা মাত্র ২৬ হাজার কোটি
- ‘ছাত্রশিবিরের প্রত্যেকটি নেতাকর্মীকে নৈতিক প্রশিক্ষণ নিতে হবে’
- গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৩ ফিলিস্তিনি নিহত
- সুদানে বাজারে ভয়াবহ হামলা, নিহত ২১
- নাইজেরিয়ায় জ্বালানির ট্রাকে বিস্ফোরণ, পুড়ে ৪৮ জনের মৃত্যু
- যে বাজারে লাভ করেন না বিক্রেতারা
- পিসিওএস নিয়ে যত ভুল ধারণা
- ৩ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে
- ঢাকা ওয়াসার এমডি পদে আটকে গেলো সহিদের দায়িত্ব পালন
- ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর নিহত
- আশুলিয়ায় র্যাবের গাড়ি ভাঙচুর, আহত ৩০
- সাগরে গভীর নিম্নচাপ, তিন নম্বর সংকেত
- ফ্রিৎজকে উড়িয়ে ইউএস ওপেনের রাজা সিনার
- সিলেটে বি.স্ফো.র.ক আইনে আরেক মামলা : আসামী ১১২
- তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হতে হবে: ড. ইউনূস
- মৌলভীবাজারে ২ রোহিঙ্গাসহ আটক ৫
- আত্মপ্রকাশ হলো জাতীয় নাগরিক কমিটি
- কমলগঞ্জে ১ লাখ ১৮ হাজার ঘনফুট বালু জব্দ
- আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে কুলাউড়ায় আলোচনা সভা
- পরপারে পাড়ি জমালেন সাংবাদিক অজামিল চন্দ্র নাথ
- শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবি
- সিলেটে সেই ইউপি সদস্য কারাগারে
- পিকআপ-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের
- একযোগে ২১৯ বিচারক বদলি, পদোন্নতি ৩১ জনের
- কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই
- অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানালেন জাতিসংঘ মহাসচিব
- এস আলমের সম্পত্তি না কেনার আহ্বান গভর্নরের
- বাংলাদেশের দারুণ শুরুর পর আইয়ুব-শাকিলের প্রতিরোধ
- মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৩ লাখ মানুষ
- আন্দোলনে আহতদের চিকিৎসা দেবে সব সিএমএইচ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. আমানুল্লাহ
- বন্যার্তদের সহায়তার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার
- মহেশখালীতে পাহাড় ধসে একজনের মৃত্যু
- দেশে লুট হওয়া ৩০৯ অস্ত্র উদ্ধার
- ফেনীতে চারিদিকে বানের ক্ষত, কৃষিখাতে ক্ষতি ৯০০ কোটি টাকা
- ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতিতে দায়িত্ব পাবেন যারা
- খাগড়াছড়িতে মাছ ধরতে গিয়ে ২ কিশোর নিখোঁজ
- দু’দিন পর সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ সচল
- সময় টিভির সম্প্রচার বন্ধ: আপিলের আদেশ মঙ্গলবার
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় থাকবে পর্যাপ্ত নিরাপত্তা
- বাংলাদেশ প্রসঙ্গ নেই মার্কিন বিবৃতিতে, প্রশ্নবিদ্ধ মোদীর দাবি
- নন-ক্যাডারে ৩৭০ পদ সংরক্ষণ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট
- নেত্রকোনায় ট্রাক ভর্তি ভারতীয় চিনি জব্দ