• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
জুড়ী পাবলিক লাইব্রেরির যাত্রা শুরু দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ স্ত্রীর ওপর অভিমান, শিশু সন্তানকে হত্যায় বাবা আটক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর কোম্পানীগঞ্জে ভারতীয় কাপড়ের বড় চালান জব্দ, আটক ২ খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: প্রধানমন্ত্রী
২৫

গোলাপগঞ্জের শৌখিন প্রাণিপ্রেমী ছয়েফ চৌধুরী আর নেই

সিলেট সমাচার

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

সিলেটের গোলাপগঞ্জের শৌখিন প্রাণিপ্রেমী ও সমাজসেবক ছয়েফ আহমদ চৌধুরী আর নেই। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।


মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আসর নামাজের পর দিঘিরপাড় ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, ছয়েফ চৌধুরীর বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের বড়বাড়ি। তিনি পেশায় একজন ব্যবসায়ী। ছোটবেলা থেকেই তাঁর পশু পাখির প্রতি একটা ভালবাসা ছিল। সেই ভালোবাসা থেকে তিনি নিজ বাড়িতে মিনি চিড়িয়াখানা গড়ে তোলেন। চিড়িয়াখানাটিতে হরিণ, উট পাখি, ইমু,  ময়ূরসহ বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে। ছয়েফ চৌধুরীর শখের চিড়িয়াখানাটি দেখতে প্রতিদিন অনেক দর্শনার্থী তার বাড়িতে আসেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার