• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
জুড়ী পাবলিক লাইব্রেরির যাত্রা শুরু দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ স্ত্রীর ওপর অভিমান, শিশু সন্তানকে হত্যায় বাবা আটক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর কোম্পানীগঞ্জে ভারতীয় কাপড়ের বড় চালান জব্দ, আটক ২ খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: প্রধানমন্ত্রী
২৩

ফেঞ্চুগঞ্জে আবারও সড়ক অবরোধ, অগ্নিসংযোগ

সিলেট সমাচার

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশার দ্বন্ধ চলছে দুই সাপ্তাহ ধরে।

 


শনিবার ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়ক অবরোধ করেছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। তারা সিলেট-মৌলভীবাজার সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেরিঘাট ও পালবাড়ি এলাকায় অবস্থান নেন। এ সময় সড়কে টায়ার পুড়িয়ে  অগ্নিসংযোগ করেন করেন তারা।

শনিবার বিকাল সাড়ে ৫টায় সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। হঠাৎ এমন অবরোধের কারনে দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রীরা। অনেকে কোনো উপায় না পেয়ে হেঁটে গন্তব্যে গিয়েছেন। এতে বিরক্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

 

এ অবস্থায় সিলেট -মৌলভিবাজার আঞ্চলিক সড়কে আটকে পড়ে শত শত যানবাহন। দূর পাল্লার যাত্রীরা বিপাকে পড়েন। পরবর্তীতে রাত সাড়ে টার দিজে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশ্বাসে অবরোধ তুলেন পরিবহন শ্রমিকেরা।

জানা যায়, ফেঞ্চুগঞ্জ ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে বিভিন্ন সময় দাবি তুলেছেন অটোরিকশা (সিএনজি) চালকেরা। এনিয়ে গত সপ্তাহে ফেরিঘাট এলাকায় সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের মারামারি হয়। বিষয়টি সমাধান করতে শনিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ব্যাটারি চালিত অটোরিকশা ও অটোরিকশা (সিএনজি) চালকদের সমঝোতার জন্য আহ্বান জানানো হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হওয়ায় উত্তেজনা দেখা দেয়।
এ বিষয়ে জানতে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ  গাজী আতাউর রহমান বলেন, পরিস্থিতি শান্ত করা হয়েছে।আগামীকাল সিলেটে বৈঠক হবার কথা রয়েছে।

 

প্রসঙ্গত এর আগে গত ৯ই সেপ্টেম্বর সংক্রান্ত ৫টি নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াঙ্কা।

এ ব্যাপারে শ্রমিক নেতা রাসেল আহমেদ টিটুকে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেন নি।

 

সিলেট সমাচার
সিলেট সমাচার