• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
জুড়ী পাবলিক লাইব্রেরির যাত্রা শুরু দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ স্ত্রীর ওপর অভিমান, শিশু সন্তানকে হত্যায় বাবা আটক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর কোম্পানীগঞ্জে ভারতীয় কাপড়ের বড় চালান জব্দ, আটক ২ খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: প্রধানমন্ত্রী
২৪

সিলেটের দক্ষিণ সুরমায় মুখোশপরে ডাকাতি !

সিলেট সমাচার

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩  

সিলেটের দক্ষিণ সুরমার সিলামে মুখোশপরা ডাকাতদল হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।

বৃহস্পতিবার ভোরের দিকে সিলাম টিকরপাড়ার মৃত তালেবুল গণির ছেলে ইফতেখার গণি তাজেলের বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ভোর ৩টার দিকে মোগলাবাজার থানা এলাকার  সিলাম ইউনিয়নের সিলাম টিকরপাড়া গ্রামের ইফতেখার গণি তাজেলের বাড়িতে হানা দিয়ে ডাকাতরা বাড়ির লোকজনকে আহত করে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে।

মোগলাবাজার থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮/৯ জনের ডাকাত দল বাসার গ্রিলের তালা কেটে ঘরে প্রবেশ করে। এসময় তারা লোহার রড, রামদা ছুরি ও ডেগার দিয়ে বাড়ির লোকজনকে আঘাত করে ভিতি সঞ্চার করে। এতে তাজেল গুরুতর আহত হন।

ডাকাত দল বাসা থেকে ৬ ভরি স্বর্ণালঙ্কার, সিসি টিভির ডিভিডি রেকর্ডার, আইফোন, মোবাইল ৩টি, ১টি টিবিএস মেট্রো প্লাস মোটরসাইকেল ও ৩ লক্ষ নগদ টাকাসহ মোট ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ রানা, ডিসি (দক্ষিণ) সোহেল রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার