• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
জুড়ী পাবলিক লাইব্রেরির যাত্রা শুরু দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ স্ত্রীর ওপর অভিমান, শিশু সন্তানকে হত্যায় বাবা আটক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর কোম্পানীগঞ্জে ভারতীয় কাপড়ের বড় চালান জব্দ, আটক ২ খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: প্রধানমন্ত্রী
৬১

কানাইঘাটে আড়াই লক্ষ টাকার বিড়ি উদ্ধার

সিলেট সমাচার

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৩  

সিলেটের কানাইঘাটে আড়ায় লক্ষ টাকার ভারতীয় আমদানী নিষিদ্ধ বিড়ি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের সুরইঘাট-বাগরাগামী সড়ক থেকে এক লক্ষ ছাব্বিশ হাজার শলাকা বিড়ি উদ্ধার করে পুলিশ।

তবে, পুলিশ এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো.সম্রাট তালুকদার।

শুক্রবার বিকালে গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষীপ্রসাদ ইউনিয়নের সুরইঘাট-বাগরাগামী সড়ক থেকে একলক্ষ ছাব্বিশ হাজার শলাকা ভারতীয় আমদানী নিষিদ্ধ শেখ নাসির উদ্দিন বিড়ি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।যার মূল্য অনুমান দুই লক্ষ ৫২ হাজার টাকা।এ সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে ঘটনাস্থল হতে আসামিরা পালিয়ে যায়।

এব্যাপারে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো.সম্রাট তালুকদার বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা করে। মামলা নং-০৬, তারিখ-০৮/০৯/২০২৩।পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে কানাইঘাট থানা পুলিশের আভিযানিক টিম কর্তৃক অভিযান অব্যাহত আছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার