• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
জুড়ী পাবলিক লাইব্রেরির যাত্রা শুরু দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ স্ত্রীর ওপর অভিমান, শিশু সন্তানকে হত্যায় বাবা আটক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর কোম্পানীগঞ্জে ভারতীয় কাপড়ের বড় চালান জব্দ, আটক ২ খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: প্রধানমন্ত্রী
৩৯

কানাইঘাটে শিশু হত্যায় প্রতিবেশী নারীর যাবজ্জীবন

সিলেট সমাচার

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩  

সিলেটের কানাইঘাট উপজেলার শিশু নাদিম হত্যা মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দিয়েছেন বিচারক।

সোমবার বিকেলে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ আদালতের বিচারক মো. আক্তার হোসেন এই রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেন মোস্তফা দেলওয়ার আজহার। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নূর আহমদ।

জানা গেছে, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর সন্ধ্যায় কানাইঘাটের বড়চতুল গ্রামের নজরুল ইসলামের দেড়মাস বয়সী শিশু নাদিম আহমদ নাজিম মারা যায়। এ সময় তার মুখ দিয়ে বিশ্রি গন্ধ বের হয়। এ ঘটনায় নিহত নাদিমের মা সুমি বেগম বাদী হয়ে প্রতিবেশী তাজ উদ্দিনের স্ত্রী সুমানা আক্তার সুরমার বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলার অভিযোগে সুমি বেগম উল্লেখ করেন, তার ছেলেকে সুরমা বিষ খাইয়ে হত্যা করেছেন। সুরমা বেগমের বিরুদ্ধে বিষ খাইয়ে শিশু হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত সুমানা আক্তারকে ওই দণ্ডাদেশ দেন। রায়ের সময় সুরমা আদালতে উপস্থিত ছিলেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার