• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
জুড়ী পাবলিক লাইব্রেরির যাত্রা শুরু দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ স্ত্রীর ওপর অভিমান, শিশু সন্তানকে হত্যায় বাবা আটক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর কোম্পানীগঞ্জে ভারতীয় কাপড়ের বড় চালান জব্দ, আটক ২ খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: প্রধানমন্ত্রী
৩৪

কোম্পানীগঞ্জে শিক্ষিকার পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা

সিলেট সমাচার

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩  

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মিলিনা খাতুনকে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) মাদ্রাসা হলরুমে সহসুপার পদে নিজ জেলা খুলনায় যোগদানপ্রাপ্ত হওয়ায় তাকে এই আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেয়া হয়।

অত্র প্রতিষ্ঠানের সুপার মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবুবকর ছিদ্দিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য মোহাম্মদ সুরুজ আলী, সহ সুপার মাওলানা তৌফিক মিয়া খান, শিক্ষক মুর্শেদ আলম, আব্দুল  হাই, আব্দুল মান্নান, হাফিজুর রহমান, নাছির উদ্দীন, কিবরিয়া, মজিদা আক্তার। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র  কোরআন থেকে  তেলাওয়াত করেন শোয়াইব আহমদ।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকের স্মৃতিচারণ ও তার ভবিষ্যত জীবনের উন্নতি কামনা করে বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ১৪ বছর অত্র মাদ্রাসায় শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন মিলিনা খাতুন। তিনি আদর্শবান একজন শিক্ষক ছিলেন,  মানুষ গড়ার কারিগর ছিলেন। অত্র প্রতিষ্ঠানে শিক্ষাক্ষেত্রে তার অসামান্য অবদান রয়েছে। পরে বিদায়ী শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেন মাদ্রাসার সহকর্মীসহ ছাত্র/ছাত্রী ও আগত অতিথিরা।

সিলেট সমাচার
সিলেট সমাচার