• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
জুড়ী পাবলিক লাইব্রেরির যাত্রা শুরু দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ স্ত্রীর ওপর অভিমান, শিশু সন্তানকে হত্যায় বাবা আটক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর কোম্পানীগঞ্জে ভারতীয় কাপড়ের বড় চালান জব্দ, আটক ২ খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: প্রধানমন্ত্রী
৫২

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের পাশে মন্ত্রী ইমরান

সিলেট সমাচার

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩  

জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে মন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি গ্রামের একই পরিবারের দুই ভাই ছালিক ও কামিলের বাড়িতে যান এসময়ে নিহতের চাচা সাবেক মেম্বার ফয়জুল হাসান ঘটনার বর্ণনা দিয়ে দুর্ঘটনায় জড়িত গাড়ি চিহ্ন করে দোষীদের শাস্তির দাবি জানান।

এ সময় তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং শোকসন্তপ্ত এসব পরিবারকে সকল ধরনের সহায়তার আশ্বাস দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি সিলেট ৪। পরে নিহতের রুহের মাগফেরাত কামনা করা দোয়া করেন মাওলানা আব্দুল হালিম।

এর আগে মন্ত্রী দরবস্ত বাজারে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহত ব্যবসায়ী শামস উদ্দিনের বাড়িতে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং ছেলে মেয়ের  খোঁজখবর নেন।

এসময়ে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ, জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক, চিকনাগুল ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, সভাপতি আবুল হাসনাত চৌধুরী,সাধারণ সম্পাদক রহমত আলী, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য হেলাল আহমেদ, বাদশা মিয়া, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, ইউপি সদস্য মছদ্দর আলী, আওয়ামী লীগ নেতা রহমান আলী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কামরান হোসেন,ই উনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন ফেরদৌস, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নাজমুল ইসলাম, তোতা মিয়া, মনসুর আহমেদ, কামরান আহমেদ, সায়েম আহমেদ,

উল্লেখ্য: গত ১১ আগস্ট সিলেট তামাবিল মহাসড়ক চিকনাগুল হযরত শাহজালাল কলেজ গেইট সম্মুখ পিক-আপের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই ছালিক হোসেন (২৫) এর মৃত্যু হয়।এর পাঁচদিন পর চিকিৎসাধীন তার চাচাতো ভাই ছালিক(১৮) ওসমানী হাসপাতাল আইসিইউতে মৃত্যুবরণ করে।  

সিলেট সমাচার
সিলেট সমাচার