• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
জুড়ী পাবলিক লাইব্রেরির যাত্রা শুরু দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ স্ত্রীর ওপর অভিমান, শিশু সন্তানকে হত্যায় বাবা আটক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর কোম্পানীগঞ্জে ভারতীয় কাপড়ের বড় চালান জব্দ, আটক ২ খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: প্রধানমন্ত্রী
২৬

ওসমানীনগরে লক্ষাধিক টাকার পোনা অবমুক্ত

সিলেট সমাচার

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩  

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৎস অধিদপ্তরের আওতাধীন ওসমানীনগর উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা মাসরূপা তাছলির তত্বাবধায়নে কাটার মার খাল ও বানাইয়ার হাওরে পোনা অবমুক্ত করা হয়।

পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট-২ আসনের সংসদ সদস্য মুকাব্বির খান।
 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান সিলেট জেলা যুবলীগ সভাপতি ভিপি শামীম আহমদ।

সিলেট জেলা মৎস কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস (অতিরিক্ত দায়িত্ব), ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া প্রমূখ।
 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পোনা অবমুক্ত করলেই হবে না, এটাকে নজরে রাখতে হবে। আইনে নিষিদ্ধ  এরকম জাল দিয়ে মাছ না মারার জন্য মৎস্যজীবীদেরকে উৎসাহিত করতে হবে।
 

আরো বলেন, জনবান্ধব সরকার এদেশের গরিব দুঃখী পেশাজীবী মানুষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে। অতীতে আর কোন সরকার এভাবে মানুষের জন্য কাজ করে নাই সুতরাং যে সরকার মানুষের জন্য কাজ করবে সে সরকারই জনগণের প্রয়োজন।

 

সিলেট সমাচার
সিলেট সমাচার