ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১১৩

ভূমি দখল করে ওসমানীনগরে প্রভাবশালীর বহুতল ভবন নির্মাণ

সিলেট সমাচার

প্রকাশিত: ৬ জুলাই ২০২৩  

সিলেটের ওসমানীনগরে অন্যের ক্রয়কৃত মালিকানাধীন ভূমি দখল করে বহুতল ভবন নির্মানের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ সালামসহ একটি ভূমিখেকো চক্রের সদস্যরা পরিকল্পিত ভাবে উপজেলার তাজপুর দুলিয়ারবন্দ এলাকায় ৭ শতাংশ ভূমি দখল করে ভবন নির্মানের কাজ চালিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে ভূমির মালিক সৈয়দ এনামুল হক আদালতে মামলা দায়ের করলে দীর্ঘ পর্যালোচনা শেষে নির্মানাধিন ওই ভবনের কাজ বন্ধ রাখার জন্য নিষেধাজ্ঞা জারি করে  উচ্চ আদালত। গত ২৮ মে হাইকের্টের বিচারপতি মো: জাকির হোসেন আদালতে সিভিল রিভিশন নং ২৫৬১/২৩ এর প্রাথমিক শুনানীতে নির্মাণ কাজের উপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে, ভুক্তভোগীর অভিযোগ উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও দিনের বেলা নির্মান কাজ বন্ধ রাখলেও রাতের বেলা ভবন নির্মানের কাজ চালিয়ে যাচ্ছেন ওই প্রভাবশালী ভূমিখেকো চক্র।     

জানা যায়, উপজেলার তাজপুরস্থ দুলিয়ারবন্দ মৌজার জে.এল নং ৮২, এস এ খতিয়ান ৬৩, এস এ দাগ ৭৪, বিএস ঢিপি ২৮৪ বিএস দাগ ৪৫ এর সৈয়দ এনামূল হকের মালিকানাধিন ০.২৭ ভূমিতে একটি চিহ্নিত ভূমিখেকো চক্রের সদস্যদের যোগসাজে যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ সালাম ও নির্মানকাজের তত্বাবধানে থাকা আব্দুস চত্তারসহ তাদের সহযোগীরা। উচ্চ আদালতের আদেশ অমান্য করে ওই ভূমির উপর ভবন নির্মানের কাজ বন্ধ না রাখায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞার আদেশের সার্টিফাই কপিসহ ওসমানীনগর থানায় লিখিত আবেদন করেন সৈয়দ এনামুল হক। আবেদনের প্রক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মান কাজ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের অবগত করেছে বলে জানা গেছে।

স্থানীয় অনেকে জানিয়েছেন, ওই ভূমিতে ভবন নির্মানের কাজ এখনও চলমান রয়েছে। এতদিন দিনের বেলা কাজ চালিয়ে গেলেও গত দুই সপ্তাহ থেকে নির্মানকারীরা তড়িগড়ি করে রাতের বেলা কাজ চালিয়ে যেতে দেখা যাচ্ছে।

সৈয়দ এনামুল হক জানান, এলাকার একটি চিহ্নিত ভূমিখোকো চক্রের যোগসাজে এম এ সালাম ও তার ভাই মিলে প্রভাব কাটিয়ে আমার ভূমি দখল করে বহুতল ভবন নির্মান করছেন। এ ব্যাপারে উচ্চ আদালতের নিষিধাজ্ঞাও তারা মানছেন না। উল্টো ভবন নির্মান কাজের সার্বিক তত্বাবধানে থাকা আব্দুস চত্তার চক্রের সদস্যদের নিয়ে সংঘর্ষ সৃষ্টি করার পায়তারায় লিপ্ত রয়েছে। এতে এলাকায় শান্তি ভঙ্গের আশংঙ্কা বিরাজ করছে। বিষয়টি আমি থানা পুলিশকে অবগত করেছি।

তবে নির্মাণ কাজের দ্বায়িত্ব থাকা আব্দুস ছত্তার জানান,উচ্চ আদালতের নিষেধাজ্ঞা জারির পর থেকে নির্মাণ কাজ সম্পূর্ণ রূপে বন্ধ রয়েছে। রাতে বেলা কাজ করানোর বিষয়টি সত্য নয়।     

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মাসুদুল আমিন বলেন, সৈয়দ এনামুল হকে লিখিত আবেদন ও উচ্চ আদালতের নিষেধাজ্ঞা আদেশ পেয়ে থানা পুলিশ সরেজমিনে গিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার কথা বলেছে। আদেশ অমান্য করে কেউ যদি লুকিয়ে কাজ চালিয়ে যায় তাহলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট সমাচার
সিলেট সমাচার