ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১১৯

বালাগঞ্জের আতিক হত্যার মূল খুনিরা গ্রেপ্তার হয়নি, এলাকায় ক্ষোভ

সিলেট সমাচার

প্রকাশিত: ২৬ জুন ২০২৩  

সীমা ছাড়িয়ে গিয়েছিল নজরুল। আতিকের বাড়ির সামনে এসে তৈরি করতো অশ্লীল ভিডিও। মোবাইল ফোনে উচ্চ স্বরের অশ্লীল কথাবার্তা বলতো। এ কারণে বখাটে নজরুলের যন্ত্রণায় অতিষ্ঠ ছিলেন গ্রামের মানুষ। নজরুলের এমন আচরণে প্রতিবাদ করেছিলেন গ্রামের মতিউর রহমান। গালিগালাজ করেছিলেন নজরুলকে। আর এতে ক্ষিপ্ত হয়ে বখাটে নজরুল ও তার স্বজনরা অতর্কিতে হামলা চালিয়ে খুন করেছে সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতিকুর রহমানকে।

সিলেট থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাকে। ঘটনার নির্মমতায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার মানুষ। ওইদিনই তারা ঘেরাও করে ৩ হামলাকারীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। কিন্তু পালিয়েছে ঘটনার মূল নায়ক সৌদি প্রবাসী ময়নুল হক ছুফিয়ান, বখাটে নজরুল ইসলাম ও তার স্বজন জিল্লুল হক।  এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে এলাকায়।

খুনিদের গ্রেপ্তারে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। খুনিদের গ্রেপ্তারের দাবিতে পোস্টারিং করা হয়েছে। ঘটনাটি ১২ই জুনের। বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের বনগাঁও গ্রামে আতিকুর রহমানকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে ঘাতকরা। খুন হওয়া আতিকুর রহমান সিলেট নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে সিএসই বিভাগে অনার্স পাস করেছেন। ঘটনার দিন তিনি সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে সিলেটের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ইন্টারভিউ দিতে যান। 

ইন্টারভিউ শেষে বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ি ফেরার পথে এই হত্যাকাণ্ডের শিকার হন তিনি। এই হত্যাকাণ্ডের ঘটনায় আতিকুর রহমানের চাচা ইলিয়াছুর রহমান বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলোÑ একই এলাকার মনির উদ্দিনের ছেলে ময়নুল হক ছুফিয়ান, জয়নুদ্দিনের ছেলে নজরুল ইসলাম, জিল্লুল হক, বদরুল হক, মৃত ওয়ারিছ আলী কটনের ছেলে সাহিদ আলী ও কবির আহমদ, মৃত আব্দুল হান্নানের ছেলে বিপ্লব মিয়া, জসিম উদ্দিনের ছেলে সুলভ মিয়া, মৃত ওয়াজিদউল্লাহর ছেলে জাবের আহমদ ও মনির উদ্দিনের স্ত্রী কুসুম বেগমসহ অজ্ঞাতনামা ৭-৮ জন। স্থানীয়রা জানান, আসামি নজরুল ইসলাম বেশ কিছুদিন ধরে আতিকুর রহমানের বাড়ির মহিলা ও কিশোরীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছিল।

একদল বখাটে নিয়ে প্রায়ই সে আতিকুর রহমানের বাড়ির সামনে এসে নানা অপকর্ম করতো ও খারাপ আচরণ করতো। এ অবস্থায় ১২ই জুন দুপুর ১২টায় দিকে একইভাবে নজরুল ইসলাম ও তার সহযোগীরা বাড়ির সামনে এসে নানা উৎপাত করছিল। এ সময় আতিকুর রহমানে ছোট ভাই মতিউর রহমান বাড়ি থেকে বের হয়ে সন্ত্রাসীদের বেপরোয়া আচরণ দেখে এসব থেকে বিরত থাকার কথা বলেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে তর্কে লিপ্ত হয় এবং তাকে মজা দেখাবে বলে হুমকি দিয়ে চলে যায়। 

পরবর্তীতে মতিউর রহমানের বড় ভাই আতিকুর রহমান সিলেট থেকে বাড়ি ফেরার পথে ওইদিন বিকালে বনগাঁও এলাকায় পৌঁছামাত্র পূর্ব থেকে ওত পেতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা আতিকুর রহমানকে ঘিরে ধরে এবং এলোপাতাড়ি কুপিয়ে ও আঘাত করে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন এসে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। 

এদিকে ঘটনার দিন স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে আসামি সাহিদ আলী, কবির আহমদ ও জৈন উদ্দিনকে আটক করে পুলিশে দিয়েছে। তবে মূল ৩ আসামি ছুফিয়ান, নজরুল ও জিল্লুল পলাতক রয়েছে। ঘটনার পরপরই তারা বাড়ি থেকে পালিয়ে যায়। সীমান্ত দিয়ে ভারত পালানোর চেষ্টা চালায়- এমন খবরে পুলিশের একটি টিম ছাতক পর্যন্ত অভিযান চালালেও তাদের গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ জানিয়েছে; ঘটনায় সংশ্লিষ্ট চান মিয়া নামের আরেক আসামিকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে। 

এ পর্যন্ত মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও বালাগঞ্জ থানার এস আই নুরুজ্জামান। তিনি জানান- অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে পুলিশ তৎপর রয়েছে। নিহত আতিকুর রহমানের বড় ভাই এবাদুর রহমান আদিল মানবজমিনকে জানান- আতিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করে স্বনামধন্য একটি স্কুলে শিক্ষকতা শুরু করার অপেক্ষায় ছিল। 

ঘটনার দিন দুপুরের ঘটনা সে জানতো না। বিকালে যখন বাড়ি ফিরছিল একা পেয়ে তার ওপর বখাটে এবং স্বজনরা হামলা চালায়। এরমধ্যে প্রধান আসামি ছুফিয়ান সৌদি প্রবাসী। সে বিদেশে পালিয়ে যাওয়ার পথ খুঁজছে বলে জানান তিনি। এদিকে আতিকুর রহমান হত্যকাণ্ডের ঘটনায় ফুঁসে উঠেছেন তার স্কুল-কলেজের সহপাঠীসহ এলাকাবাসী। তারা আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধনসহ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার