ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৮৫

বেওয়ারিশ কুকুরের উপদ্রব : কোম্পানীগঞ্জে জনমনে আতঙ্ক

সিলেট সমাচার

প্রকাশিত: ১১ জুন ২০২৩  

নগর বন্দর ছাড়িয়ে এবার বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে গেছে পল্লী এলাকায়। কুকুরের কামড়ে অহরহ আক্রান্ত হচ্ছে মানুষ ও গোবাদীপশু। ভ্যাকসিন সংকটে চিকিৎসা নিতে পারছে না আক্রান্তরা।

সম্প্রতি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী গ্রামে দলেদলে ছড়িয়ে পড়েছে বেওয়ারিশ কুকুর ।

উপজেলার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে বেওয়ারিশ কুকুর। দল বেঁধে রাস্তায় ও বাড়িঘরের আঙ্গিনায় চলাচল করছে এসব কুকুর। এদের আক্রমণে মানুষসহ বিভিন্ন পশু ও প্রাণী আক্রান্ত হচ্ছে। এ ছাড়াও কিছু কুকুর শরীরে ক্ষত ও পচনসহ বিভিন্ন রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আক্রান্ত এসব কুকুরের শরীর থেকে ছড়াচ্ছে নানা রকমের রোগ জীবাণু এবং দুর্গন্ধ। পথ চলতে জনমনে সবসময় বিরাজ করছে কুকুর আতঙ্ক।

অসুস্থ এসব কুকুরের বিচরণে এলাকায় মানুষের চলাফেরা কঠিন হয়ে পড়েছে। পথচারী ও স্কুল শিক্ষার্থীরা এখন কুকুর আতঙ্কে ভুগছে। বেওয়ারিশ এসব কুকুর নিয়ন্ত্রণে সরকারি বা এলাকাভিত্তিক কোন উদ্যোগ নেই । ফলে দিনকে দিন বেড়েই চলছে জলাতঙ্কসহ বিভিন্ন ধরনের রোগব্যধি।

সরেজমিনে, কোম্পানীগঞ্জের দয়ার বাজার  বালুচর ভাটরাই, কলাবাড়ি,কালিবাড়ী, বুধবারী বাজার, ধলাইব্রিজ মোড়,

টুকের বাজার, ভোলাগঞ্জ, থানাবাজার, থানা রোডসহ বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দিনে-রাতে  ডজন ডজন বেওয়ারিশ কুকুরের সঙ্গবদ্ধ দল  ঘুরে বেড়ায়।

কখনও কখনও রাস্তার মাঝে বসে ও শুয়ে থাকে। ফলে স্কুল-মক্তবগামী শিক্ষার্থীরা ভয়ে স্কুল ও মসজিদে যেতে চাচ্ছে না। পথচারীরা একা রাতে এসব রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পায়।

স্কুলছাত্রী তনিমা  বলেন, সকাল বেলা একাই স্কুল ও প্রাইভেট ক্লাসে যেতে খুব ভয় লাগে। এ ছাড়াও মাঝে মাঝে কুকুরের দল একা পেলে ঘেউ ঘেউ করে তেড়ে আসে।

উপজেলার ২নং ইসলামপূর পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আরাফাত আলী বলেন, কুকুরের ভয়ে রাতে একা বাড়িতে আসা যায় না।  গত ৩১ শে  মে  আমার পাশের বাড়ির একটি মেয়ে শিশুকে  মক্তবে যাওয়ার পথে ক্ষতবিক্ষত করেছে  ১০/১৫টি বেওয়ারিশ কুকুর । কুকুরের উৎপাতে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে।

অপর ব্যবসায়ী মিজানুর রহমান চমক জানান, রাতে বাসায় ফেরার সময় কুকুরগুলো পথ রোধ করে ধরে। এ কারণে একজন সঙ্গীর অপেক্ষায় থাকতে হয়। ভোরসকালে ছোট ছোট শিশুরা মসজিদে মক্তবে যেতে পারছে না। ভুখা কুকুগুলো শিশুদের খেয়ে ফেলতে চায়।

গত ৩১ মে সকাল ৬ঃটায় দক্ষিণ  কলাবাড়ির  গ্রামের ইলিয়াছ মিয়ার ৬ বছরের মেয়ে  ফারিয়া কে   মক্তবে যাওয়ার পথে   শরীর ক্ষত বিক্ষত করে ফেলেছে দলবদ্ধ বেওয়ারিশ কুকুর। ফলে শিক্ষার্থীরা ভয়ে প্রাতঃকলীন মক্তব, মাদ্রাসা ও স্কুলে যাওয়া আসা বন্ধ করে দিয়েছে। সম্প্রতি এলাকার কয়েকটি গরু ও ছাগল আক্রান্ত হয়েছে বেওয়ারিশ কুকুরের কামড়ে।

কোম্পানীগঞ্জ  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা লুৎফুর  রহমান বলেন আজ থেকে কয়েক বছর আগে পাগলা, অসুস্থ ও বেওয়ারিশ  কুকুর নিধন করা হতো। কিন্তু আন্তর্জাতিক আইনে নিরীহ প্রানীকে হত্যার বিষয়টি মানবতা পরিপন্থী হওয়ার কারনে বর্তমানে কুকুর নিধন করা হয়। ফলে নগর বন্দরসহ সর্বত্র ছড়িয়ে পড়েছে বেওয়ারিশ  কুকুর।  তাছাড়া  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে তাদের  নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার  লুসিকান্ত হাজং বলেন, আন্তর্জাতিক আইনে নিরীহ প্রাণীকে হত্যার বিষয়টি মানবতা পরিপন্থী হওয়ার কারণে বর্তমানে কুকুর নিধন বন্ধ করে ভ্যাকসিনাইজেশনের আওতায় আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা প্রদান করা হবে।

উল্লেখ্য, আজ থেকে কয়কবছর আগে পাগলা, অসুস্থ এবং বেওয়ারিশ কুকুর নিধন করা হতো। কিন্তু আন্তর্জাতিক আইনে নিরীহ প্রাণীকে হত্যার বিষয়টি মানবতা পরিপন্থী হওয়ার কারণে বর্তমানে কুকুর নিধন বন্ধ করে। ফলে নগরবন্দরসহ সর্বত্র ছড়িয়ে পড়েছে বেওয়ারিশ কুকুর।

সিলেট সমাচার
সিলেট সমাচার