• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
পুলিশের প্রচেষ্টায় মা-বাবার কাছে ফিরলেন সুমি দক্ষিণ আফ্রিকায় গুলিতে বিশ্বনাথের কিশোর নিহত সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুর হাইকোর্টে জামিন জকিগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ লাখ টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার, পিতাসহ গ্রেফতার ৪
৮০

আমিনার ছোট্ট ছেলেমেয়ের দেখাশোনা করার কেউ থাকল না

সিলেট সমাচার

প্রকাশিত: ৮ জুন ২০২৩  

স্বামীর মৃত্যুর পর নির্মাণ শ্রমিকের কাজ করে চার সন্তানের ভরণপোষণ করতেন আমিনা বেগম (৪৫)।

তিনিও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোয় তার চার সন্তানের মধ্যে ছোট দুজন এখন অকূল পাথারে।

বুধবার (৭ জুন) ভোরে সিলেটের দক্ষিণ সুরমায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ১৫ শ্রমিকদের একজন আমিনা।

তিনি চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামের মৃত আব্দুর রহিমের স্ত্রী।

রাত ৮টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আমিনার দাফন সম্পন্ন হয়। এর আগে মরদেহটি বাড়ি পৌঁছালে তার চার সন্তান ও স্বজনদের কান্নায় এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

তিন বছর আগে আমিনার স্বামী অসুস্থ হয়ে মারা যাওয়ার পর তখন থেকেই তিনি নির্মাণ শ্রমিকের কাজ করে চার সন্তানের ভরণপোষণ করতেন আমিনা। থাকতেন সিলেটের বাদামবাগান এলাকায়। পরে বড় দুই মেয়ের বিয়ে হয়েছে।

এলাকাবাসী জানান, আমিনা তিন মেয়ে ও এক ছেলের মা। দুই মেয়েকে বিয়ে দেওয়ার পর বাকি এক মেয়ে ও এক ছেলেকে নিয়েই ছিল তার সংসার। ছেলেটির বয়স দেড় বছর ও ছোট মেয়েটি তার এক বছরের বড়।

বড় দুই মেয়ের সংসারেও অভাব। তাই আমিনা বেগম মারা যাওয়ায় এ দুটি শিশুর দেখাশোনা করার মতো আর কেউ থাকল না।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেটের দক্ষিণ সুরমায় মালবাহী ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে ভর্তির পর আরও তিনজনের মৃত্যু হয়। নিহত ১৪ নির্মাণ শ্রমিকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

সিলেট সমাচার
সিলেট সমাচার