• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
চলন্ত বাসে চালক-যাত্রীর মধ্যে গোলাগুলি! মাত্র ৩০ সেকেন্ডেই শেষ হয়ে গেল নির্বাচন! কমলগঞ্জে বিশ্ব মা দিবস পালিত প্রাক্তন স্বামীর কাছেই ফিরছেন কারিশমা? শেখ হাসিনার প্রথম সিলেট সফর স্মরণ করে দু’আ মাহফিল চাহিদার তুলনায় জোগান বেশি মৌসুমি ফলের
২৪

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত 

সিলেট সমাচার

প্রকাশিত: ১৭ মে ২০২৩  

সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং এলাকায় ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ঘটনাস্থালে দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো এক জন।

বুধবার (১৭ মে) দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কাটাগং নামকস্থানে জৈন্তাপুর অভিমুখে মুখে আসা ৫টি গরু বোঝাই এইচপিকআপ গাড়ীর সাথে সিলেট অভিমুখে যাওয়া ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত হন এবং অপর একজন গুরুত্বর আহত হন।

নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার হেলিরাই (লুৎমাইল) গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নূরুল ইসলাম (৪৫), একই গ্রামের মৃত ইউছুফ মিয়ার ছেলে ছায়াদ আহমদ(৩৫)। আহত পিকআপ চালক উপজেলার তেলিজুরী গ্রামের রায়হান (৪০)। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল জানান, আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয় এবং লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার