• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
চলন্ত বাসে চালক-যাত্রীর মধ্যে গোলাগুলি! মাত্র ৩০ সেকেন্ডেই শেষ হয়ে গেল নির্বাচন! কমলগঞ্জে বিশ্ব মা দিবস পালিত প্রাক্তন স্বামীর কাছেই ফিরছেন কারিশমা? শেখ হাসিনার প্রথম সিলেট সফর স্মরণ করে দু’আ মাহফিল চাহিদার তুলনায় জোগান বেশি মৌসুমি ফলের
২৫

নিজ এলাকায় সংবর্ধিত হলেন অ্যাডভোকেট অমলেন্দু

সিলেট সমাচার

প্রকাশিত: ১ মে ২০২৩  

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার যুব সংঘের প্রতিষ্ঠা সভাপতি, ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও কানাডা প্রবাসী অ্যাডভোকেট অমলেন্দু ধরের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফেঞ্চুগঞ্জ যুব সংঘের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যার পরে  যুব সংঘের কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমদ রাজা। প্রচার সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট অমলেন্দু ধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, প্রাক্তন প্রধান শিক্ষক কাঞ্চন চন্দ্র দেব, প্রাক্তন শিক্ষক ঋষি কেশ দেব রন্টু, এটিএন বাংলা সিলেট জেলা প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকন, এনটিভি ইউরোপ ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ও ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন পাপ্পু।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সদস্য মেহরাব হোসেন জুনেল। বক্তব্য রাখেন, শিক্ষক শংকর দেবনাথ, কবি মফজ্জিল আলী, সংঘের দপ্তর সম্পাদক কামাল আহমদ, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির অর্থ সম্পাদক শাহিন আহমদ খান প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসের প্রবীন সদস্য হাজী জহির আলী, সহ-সভাপতি আতাউর রহমান চিনু, মুহিব উদ্দীন বেলাল, হাজী আব্দুল হাই খসরু, আনছার আলী, সৈয়দ আমিনুর রশিদ মুকুল, আহসানুল করিম জেমন, মাজেদ হোসেন রাসেল ও সৈয়দ আক্তার।

সিলেট সমাচার
সিলেট সমাচার