• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
চলন্ত বাসে চালক-যাত্রীর মধ্যে গোলাগুলি! মাত্র ৩০ সেকেন্ডেই শেষ হয়ে গেল নির্বাচন! কমলগঞ্জে বিশ্ব মা দিবস পালিত প্রাক্তন স্বামীর কাছেই ফিরছেন কারিশমা? শেখ হাসিনার প্রথম সিলেট সফর স্মরণ করে দু’আ মাহফিল চাহিদার তুলনায় জোগান বেশি মৌসুমি ফলের
৬৯

কানাইঘাটে ভিজিএফ’র চাল বিতরণ

সিলেট সমাচার

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩  

পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে কানাইঘাট সদর ইউনিয়নে সরকারি ভাবে বরাদ্দকৃত ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। 

রবিবার দিনব্যাপী সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ৮৭৪ জন অসহায় দরিদ্র পরিবারকে সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত বিনামূল্যে প্রতি পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করেন। 

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ সদর ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ড ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডের ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ। 

এ সময় চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, বর্তমান সরকার ইউনিয়ন পরিষদের মাধ্যমে সব-সময় দরিদ্র মানুষকে নানাভাবে ত্রাণ সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছে। যার কারনে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনুদান পাওয়ার মাধ্যমে অসহায়রা ভালোভাবে জীবন-যাপন করছেন। ঈদকে সামনে রেখে ভিজিটি, ভিজিএফ কার্ডের পাশাপাশি বিশেষ ভিজিএফ এর মাধ্যমে আরো ৮৭৪ জন পরিবারকে ১০কেজি করে চাল বরাদ্দ দেয়ায় সরকারের প্রতি ধন্যবাদ জানান।

সিলেট সমাচার
সিলেট সমাচার