• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
চলন্ত বাসে চালক-যাত্রীর মধ্যে গোলাগুলি! মাত্র ৩০ সেকেন্ডেই শেষ হয়ে গেল নির্বাচন! কমলগঞ্জে বিশ্ব মা দিবস পালিত প্রাক্তন স্বামীর কাছেই ফিরছেন কারিশমা? শেখ হাসিনার প্রথম সিলেট সফর স্মরণ করে দু’আ মাহফিল চাহিদার তুলনায় জোগান বেশি মৌসুমি ফলের
৩৩

আ.লীগ প্রার্থীকে বিজয়ী করা আমাদের কর্তব্য: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট সমাচার

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩  

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীসহ সব নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দলীয় প্রার্থী হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করা আমাদের একান্ত কর্তব্য। সব ভেদাভেদ ভুলে এখন থেকে তাকে বিজয়ী করতে, বিশেষ করে দলের প্রত্যেক নেতাকর্মীকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে- দলের জয়, আমাদের সবার জয়।

তিনি বলেন, শনিবার (১৫ এপ্রিল) দুপুরে গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি এখন থেকে আমাদের দলীয় প্রার্থী, নৌকার প্রার্থী।

এসময় আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে শুভেচ্ছা এবং তাকে বিজয়ী করতে সিলেট নগরবাসীর প্রতি আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী।

সিলেট সমাচার
সিলেট সমাচার