• বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৫ ১৪৩০

  • || ১৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আগামী ১০-১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে জাদু দেখিয়ে বিশ্বজয়, জাদুর কারণেই মর্মান্তিক মৃত্যু! সিলেটে এবার ভোট দিবেন হিজড়াও ফুলশয্যার রাতেই রহস্যজনক মৃত্যু, মিলল ঝুলন্ত লাশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ কোথায় গিয়ে বিয়ে করবেন, জানালেন এই সুপার হিরো স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় মাধবপুরে এক বখাটে আটক
২৬

সিলেটের মসজিদে মসজিদে তারাবির নামাজে মুসল্লির ঢল

সিলেট সমাচার

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

আহলান সাহলান মাহে রমজান! বছর ঘুরে এবার এসেছে উপবাসে আত্মসাধনার মাস পবিত্র মাহে রমজান।

রহমত নাজাত ও মাগফেরাতের এই মাসকে স্বাগত জানিয়েছেন সিলেটের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রথম তারাবির নামাজ আদায়ে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল নেমেছিল।

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বাংলার আকাশে পবিত্র রজমান মাসে চাঁদ দেখা গেছে। নিয়মানুযায়ী শুক্রবার থেকে শুরু এবারের পবিত্র রমজান মাস।

তবে রোজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে তারাবির নামাজ আদায়। ফরজ না হলেও ২০ রাকাত তারাবির সুন্নত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার পবিত্র এ’শার নামাজের পর সিলেট মহানগরীর বিভিন্ন মসজিদে মুসল্লিরা তারাবির নামাজ আদায় করেন। নগরীর হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ, আম্বরখানা জামে-মসজিদ, সুবিদবাজার জামে মসজিদ, মধুশহিদ জামে মসজিদ, জিন্দাবাজার, বন্দরবাজার, আবুতুরাব জামে মসজিদসহ নগরীর প্রতিটি এলাকার মসজিদে মসজিদের মুসল্লিদের ঢল নেমেছিল।  

মোটামুটি অধিকাংশ মসজিদেই রাত সাড়ে ৮টার দিকে তারাবির নামাজ শুরু হয় এবং রাত সাড়ে ৯টার দিকে শেষ হয়। 

তারাবির নামাজ আদায় শেষে মসজিদে সমজিদে দেশের সর্বস্তরের মানুষের এবং মুসলিম উম্মাহর জন্য শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

উল্লেখ্য, পবিত্র রমজানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন ইসলামের অনুসারীরা। পবিত্র এ মাসজুড়ে নফল ইবাদত বন্দেগিতে ব্যস্ত থাকেন তারা। নফল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়, খতমে কোরআন, মিলাদ দোয়া ইত্যাদি।

সিলেট সমাচার
সিলেট সমাচার