• শুক্রবার   ২৪ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৯ ১৪২৯

  • || ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
আগামীকাল সিলেটের আকাশে ‘ফায়ার ফ্লো’  দেশের খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে : পরিকল্পনামন্ত্রী
১৫

জৈন্তাপুরে প্রশাসন আয়োজিত বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

সিলেট সমাচার

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩  

জৈন্তাপুরে উপজেলা প্রশাসন আয়োজিত বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

নিরাপদ জ্বালানি ভোক্তা বান্ধব পৃথিবী এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হচ্ছে। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন এক আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করে। 

বুধবার (১৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার আল- বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।

বিশেষ অতিথি ছিলেন, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহুর সিংহ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।

অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন।

অনুষ্ঠানে এনজিও সংস্থার কর্মীসহ র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার