• শুক্রবার   ২৪ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১০ ১৪২৯

  • || ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
আগামীকাল সিলেটের আকাশে ‘ফায়ার ফ্লো’  দেশের খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে : পরিকল্পনামন্ত্রী
১০৬

জামিয়া মালিকিয়া মোল্লাপুর মাদ্রাসা কমিটির সদস্যকে সংবর্ধনা

সিলেট সমাচার

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

বিয়ানীবাজার উপজেলার অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া মালিকিয়া মোল্লাপুর মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য মো. মাতাবুর রহমান যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে প্রতিষ্ঠানে পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে এ উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জামিয়ার পরিচালনা কমিটির অন্যতম উপদেষ্টা বিশিষ্ট মুরব্বি তছির আলী বাটুলের সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জামিয়ার নাজিমে তালিমাত মাওলানা মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জামিয়ার পরিচালনা কমিটির উপদেষ্টা সফিক আহমদ, ডাঃ মাহবুবুল হক সুজা, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওলিউর রহমান সাবলু, বিশিষ্ট মুরব্বি আব্দুল মান্নান, আলতাফ হোসেন শাবুল, পরিচালনা কমিটি সদস্য আব্দুল সালাম মতলিব, এবাদুর রহমান, আফজল আহমদ তাপাদার ও কাউন্সিলর আব্দুর রহমান আফজল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন এলাকার যুবক, মুরব্বি, জামিয়ার শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা।

সভায় পরিচালনা কমিটির সদস্য মাহতাবুর রহমান ও উনার ছেলে জামিয়ার ছাত্র আরিফুর রহমানকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। পরিশেষে এলাকার সর্বস্তরের জনসাধারণের এবং বিশেষ করে প্রবাসীদের জন্য মোনাজাত পরিচালনা করেন জামিয়ার মুহতামিম হযরত মাওলানা ফয়জুর রহমান। 

সিলেট সমাচার
সিলেট সমাচার